নয়াদিল্লি, 31 মার্চ:লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'ম্যাচ ফিক্সিং' করার চেষ্টা করছেন ৷ এমনই অভিযোগ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়েছে ইন্ডিয়া জোট ৷ রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশ চলছে দিল্লির রামলীলা ময়দানে ৷ সেই সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এভাবেই মোদিকে কাঠগড়ায় তুললেন রাহুল ৷
কংগ্রেস নেতা এদিন বলেন, "আম্পায়ার এবং অধিনায়কের উপর চাপ সৃষ্টির সাহায্যে খেলোয়াড়দের কেনাবেচা করে ম্যাচ জেতানো হয় ৷ ক্রিকেটে একে বলা হয় ম্যাচ ফিক্সিং । আমাদের সামনে লোকসভা নির্বাচন আছে । কে আম্পায়ারদের নির্বাচন করেছে? ম্যাচ শুরুর আগে দুই খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করছেন ৷ আপনারা যদি নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করে ভোট না দেন তবে তাঁদের ম্যাচ ফিক্সিং সফল হবে ৷ আর যদি এটি সফল হয় তবে সংবিধান ধ্বংসের মুখে পড়বে ৷"
তাঁর কথায়, "বিজেপি এবারের নির্বাচনে 400 আসন পাওয়ার স্লোগান তুলছে ৷ কিন্তু ইভিএম, ম্যাচ ফিক্সিং, বিরোধী নেতাদের উপর চাপ এবং মিডিয়া কেনাবেচা ছাড়া তারা 180 আসনও অতিক্রম করতে পারবে না । কংগ্রেস সবচেয়ে বড় বিরোধী দল। তবু তার সমস্ত অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ৷ দু'জন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে । এটা কী ধরনের নির্বাচন ৷"