পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-স্পেন যৌথ উদ্যোগে ভদোদরায় টাটা-এয়ারবাস এয়ারক্রাফ্ট প্লান্টের উদ্বোধন - TATA AIRBUS AIRCRAFT PLANT

ভদোদরায় উদ্বোধন করা হল টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের ৷ যেখানে ভারত ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি হবে সি-295 এয়ারক্রাফ্ট ৷

TATA AIRBUS AIRCRAFT PLANT
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ ৷ (ছবি- বিজেপি গুজরাত এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 1:07 PM IST

ভদোদরা, 28 অক্টোবর: এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল ভারতের সামরিক বিমান প্রকল্পে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের উদ্বোধন করেন ৷ টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে সেখানে সি-295 এয়ারক্রাফ্ট তৈরি হবে ৷

সি-295 প্রোগ্রামের আওতায় মোট 56টি এয়ারক্রাফ্ট তৈরি করা হবে ৷ যার মধ্যে 16টি এয়ারক্রাফ্ট সরাসরি স্পেনে এয়ারবাসের ফ্যাক্টরি থেকে তৈরি করে পাঠানো হবে ৷ বাকি 40টি সি-295 এয়ারক্রাফ্ট গুজরাতের ভদোদরায় তৈরি হবে ৷ যার দায়িত্ব পেয়েছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ৷ এটি প্রথম বেসরকারি সংস্থা যারা ভারতে মিলিটারি এয়ারক্রাফ্ট তৈরির ফাইনাল অ্যাসেম্বলি লাইন ৷

প্রথমবার ভারত সফরে এসে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সাঞ্চেজ জানিয়েছেন, 2026 সালে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড বা টিএএসএল সংস্থা থেকে প্রথম সি-295 এয়ারক্রাফ্ট তৈরি হয়ে বেরবে ৷ উল্লেখ্য, 18 বছর পর প্রথমবার স্পেনের কোনও প্রেসিডেন্ট ভারত সফরে এলেন ৷

এ দিন সাঞ্চেজ বলেন, "আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটি অত্যাধুনিক শিল্প সংস্থার উদ্বোধন করলাম তা নয়, আজ আমরা দেখলাম যে কীভাবে দু’টি ঐতিহ্যবাহী সংস্থা যৌথভাবে একটি অসাধারণ প্রকল্পকে বাস্তবে পরিণত করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নগুলির মধ্যে আরও একটি বাস্তবে পরিণত হল ৷"

তিনি আরও বলেন, ‘‘আপনার (মোদির) স্বপ্ন ভারতে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস তৈরি করা ৷ সেই সঙ্গে ভারতে বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত করা ৷ এয়ারবাস এবং টাটার মধ্যে এই যৌথ উদ্যোগে ভারতীয় মহাকাশ ইন্ডাস্ট্রি এক নতুন দিশা পাবে ৷"

অন্যদিকে, টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে তৈরি সি-295 এয়ারক্রাফ্ট সংস্থা ভারত এবং স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন মাত্রা দিতে চলেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "আমার বন্ধু পেদ্রো সাঞ্চেজের এটা প্রথম ভারত সফর ৷ আজ থেকে আমরা ভারত এবং স্পেনের বন্ধুত্বকে নতুন দিশা দেখালাম ৷’’

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘‘আমরা আজ এয়ারক্রাফ্ট সি-295 এর প্রোডাকশন ফ্যাক্টরির উদ্বোধন করলাম ৷ এই প্রকল্প ভারত-স্পেনের সম্পর্ককে মজবুত করার পাশাপাশি, 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পকেও এগিয়ে নিয়ে যাবে ৷ যা তৈরি হয়েছে বিশ্বব্যাপী প্রসারের জন্য ৷"

ABOUT THE AUTHOR

...view details