পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আশার আলো কুনোয়, 3 শাবকের জন্ম দিল নামিবিয়ান চিতা - Kuno National Park

Kuno National Park: মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তিনটি বাচ্চার জন্ম দিল নামিবিয়ান চিতা ৷ টুইট করে খবর দিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Jan 23, 2024, 10:21 AM IST

নয়াদিল্লি, 23 জানুয়ারি: কুনো ন্যাশনাল পার্কে খুশির খবর । মধ্যপ্রদেশের এই পার্কে একটি নামিবিয়ান চিতা তিন শাবকের জন্ম দিয়েছে ৷ এই খবর নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব ৷

সেখানে তিনি লিখেছেন,"কুনোর নতুন শাবক ! নামিবিয়ার চিতা জোয়ালা তিনটি শাবকের জন্ম দিয়েছে । নামিবিয়ার চিতা আশার শাবক জন্মানোর কয়েক সপ্তাহ পরে ফের তিনটি বাচ্চার জন্ম দিল অপর এক নামিবিয়ান চিতা ৷ দেশজুড়ে সমস্ত বন্যপ্রাণী ফ্রন্টলাইন যোদ্ধা এবং বন্যপ্রাণী প্রেমীদের অভিনন্দন । ভারতের বন্যপ্রাণ সমৃদ্ধ হোক ।"

নামিবিয়া থেকে ঘটা করে আনা হয়েছিল বেশ কয়েকটি চিতা । কিন্তু তাদের বেশিরভাগই ভারতীয় পরিবেশে মানিয়ে না নিতে পেরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল । তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছিল নরেন্দ্র মোদির সিদ্ধান্তের বিরুদ্ধে ৷ বন্যপ্রাণীদের প্রতিকূল পরিবেশ থেকে জোর করে ভারতে আনার ফলেই একের পর এক চিতার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন পরিবেশবিদরা ৷

কুনো ন্যাশনাল পার্কে জন্মানো নামিবিয়ান চিতার 3 শাবক

অবশ্য 2023 সালের মার্চ মাসেও চার সন্তানের জন্ম দিয়েছিল নামিবিয়ার চিতা জোয়ালা । কিন্তু পরে তার তিন সন্তানই মারা যায় । এরপর 3 জানুয়ারি, কুনো ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানান যে নামিবিয়ার চিতা আশা তিনটি শাবকের জন্ম দিয়েছে । এর আগে গত মার্চে সিয়া নামের একটি চিতা চারটি বাচ্চার জন্ম দেয় । তবে তাদের মধ্যে মাত্র একটি বেঁচে ছিল ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'প্রোজেক্ট চিতা'-র অধীনে নামিবিয়া থেকে ভারতে স্থানান্তরিত চিতাগুলির মধ্যে জোয়ালা, আশা এবং সিয়া অন্যতম ৷ যার লক্ষ্য স্বাধীন ভারতে বিলুপ্ত হয়ে যাওয়া একমাত্র বৃহৎ মাংসাশী প্রজাতির পুনঃপ্রবর্তন করা ।

2022 সালের সেপ্টেম্বরে ভারতে প্রথম দফায় আটটি চিতা আনা হয়েছিল ৷ গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকে 12টি চিতা আনা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details