বেঙ্গালুরু, 29 অগস্ট: বিমানবন্দরের টার্মিনালের মধ্যে ভরসন্ধ্যায় ব্যক্তিকে ছুরি দিয়ে খুন ! ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুন ৷
বিমানবন্দরের টার্মিনালে একজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে অন্য ব্যক্তির গলা কেটে ফেলে ৷ এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে যাত্রীদের মধ্যে ৷ বিমানবন্দর পুলিশ সুত্রের খবর, নিহত ব্যক্তির নাম রামকৃষ্ণাপ্পা ৷ বয়স 45 বছর ৷ বিমানবন্দরের টার্মিনালে ট্রলি চালকের কাজ করতেন তিনি ৷ বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের মধ্যেই রমেশ নামে এক ব্যক্তি খুন করেছে বলে অভিযোগ । বিমানবন্দর পুলিশ জানিয়েছে, দু'জনের মধ্যে মারামারির সময় এই ঘটনাটি ঘটে ৷ ছুরির আঘাতে মৃত্যু হয় রামকৃষ্ণাপ্পার ৷
নৃংশস এই ঘটনাটি ঘটেছে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে 1 নম্বর টার্মিনালের কাছে সন্ধ্যা সাড়ে 6টার সময় ৷ নিহত ব্যক্তি রামকৃষ্ণপ্পা, স্ত্রী ও সন্তানদের নিয়ে দেবনাহল্লির শেট্টিগেরের কাছে থাকতেন ৷ টার্মিনালে ট্রলি টানার কাজের জন্য সে সময় তিনি বিমানবন্দরে ছিলেন ৷ কিন্তু সে সময় রমেশ নাম এক ব্যক্তির সঙ্গে তাঁর ঝগড়া হয় ৷ সে সময়ই ধারালো অস্ত্র দিয়ে রামকৃষ্ণপ্পাকে আঘাত করে রমেশ ৷ বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ৷ তদন্তের পর খুনের সঠিক কারণ যাবে বলে, জানিয়েছে পুলিশ ৷
বিমানবন্দর পুলিশ জানিয়েছে, "বিএমটিসি বাসে বিমানবন্দরে পৌঁছনোর পর রামকৃষ্ণের সঙ্গে রমেশের তর্ক শুরু হয় । তারপর রমেশ একটি ছুরি বের করে রামকৃষ্ণপ্পাকে আঘাত করে ৷ প্রচণ্ড রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয় ।" সিআইএসএফ কর্মীরা অভিযুক্তকে হেফাজতে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় । এই খুনের ঘটনায় কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয় ৷ এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷