নয়াদিল্লি, 30 মে:'তিসরি বার মোদি সরকার, আব কি বার 400 পার'- এই স্লোগানকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল বিজেপি ৷ 6 দফার ভোট মিটেছে ৷ শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণের বাকি আর মাত্র একদিন ৷ এদিকে এই সময়ে যখন কমিশনের নির্দেশে বুথ ফেরত সমীক্ষা পাওয়ার কোনও উপায় নেই, ঠিক তখনই ফলাফলের নয়া পূর্বাভাস দিয়ে দেশবাসীকে চমকে দিল সাট্টা বাজার ৷
কী পূর্বাভাস দিয়েছে সাট্টা বাজার ?
মুম্বই বেটিং মার্কেটের ভবিষ্যদ্বাণী, এবারও নরেন্দ্র মোদির দলের সহজ জয় নিশ্চিত ৷ তবে তৃতীয়বার কুর্সিতে বসলেও বিজেপির '400 পার'-এর স্বপ্ন এবার অধরাই থেকে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ ষষ্ঠ দফার ভোট হয়ে যাওয়ার পর সাট্টা বাজার মনে করছে, বিজেপি একা হয়তো 295টি থেকে 305টি আসন পেতে পারে ৷ আর কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 55 থেকে 65টি আসন । মুম্বই বেটিং মার্কেটের মতে, সবমিলিয়ে বিজেপির পক্ষে একা 350টি আসন জেতা বেশ কঠিন ।
উত্তরপ্রদেশে ফলোদি বাজারের ভবিষ্যদ্বাণী কী ?
ষষ্ঠ দফার পর ফলোদি বাজারের অনুমান, সারা দেশে বিজেপি একা 306 থেকে 310টি আসন পাবে এবং এনডিএ জোট মোট পাবে 346-350টি আসন ৷ ফলোদি সাট্টা বাজার ভবিষ্যদ্বাণী করেছে যে, উত্তরপ্রদেশের মোট আশিটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 64-65টি আসন । আর 'ইন্ডিয়া' ব্লক সে রাজ্যে 15-20টি আসনে জিতবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ।