বান্দা, 26 মার্চ: জেলবন্দি মাফিয়া থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। সোমবার মধ্যরাতের পর তাকে রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। আপাতত তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। মেডিক্যাল কলেজের আইসিইউ জোনকে সেনানিবাসে রূপান্তর করেছে পুলিশ-প্রশাসন। হাসপাতালের কর্মকর্তারা আপাতত এই বিষয়ে সবিস্তারে কিছু জানাননি। মুখতার আনসারির স্বাস্থ্য সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
দু’দিন আগে মুখতারের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণে একজন জেলার আর দু’জন ডেপুটি জেলারকে বরখাস্ত করেছিল সরকার । ভার্চুয়াল উপস্থিতির সময়, মুখতার আনসারি আদালতে জেল প্রশাসনের বিরুদ্ধে তাঁকে 'স্লো পয়জন' করার অভিযোগ করেছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে মুখতারের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।
সোমবার মধ্যরাতের পর হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এতে কারা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে মুখতারকে তড়িঘড়ি গোপনে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । সূত্রের খবর, মুখতার আনসারির ভাই আফজাল আনসারি-সহ পরিবারের সদস্যরা বিকেলের মধ্যে মেডিক্যাল কলেজে পৌঁছবেন।