পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

6 লক্ষেরও বেশি সিম কার্ড ব্লক করেছে সরকার, সংসদে পরিসংখ্যান দিল স্বরাষ্ট্রমন্ত্রক - CYBER CRIME

সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হচ্ছে আমজনতা ৷ এই ধরনের অপরাধ ঠেকাতে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করেছে ?

Cyber Crime in India
সাইবার অপরাধের শিকার সাধারণ মানুষ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 10:26 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: দেশে সাইবার অপরাধ দিনে দিনে বেড়ে চলেছে ৷ এই অবস্থায় কয়েক লক্ষ সিম কার্ড ব্লক করেছে কেন্দ্রীয় সরকার ৷ শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে, বুধবার সংসদে এই তথ্য জানাল স্বরাষ্ট্রমন্ত্রক ৷

প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার রাজ্যসভায় লিখিত জবাবে বলেন, "15 নভেম্বর, 2024 তারিখ পর্যন্ত পুলিশের রিপোর্টের ভিত্তিতে 6.69 লক্ষেরও বেশি সিম কার্ড এবং 1 লক্ষ 32 হাজার সংখ্যক মোবাইল শনাক্তকরণ করে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর ব্লক করেছে ভারত সরকার ৷"

দেশে ক্রমবর্ধমান সাইবার অপরাধে দেশের সব শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, জানান স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার ৷ এর মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী ব্যবস্থা নিয়েছে ?

এই প্রসঙ্গে মন্ত্রী সংসদে জানান, দেশের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার-এ (14C) সাইবার ফ্রড মিটিগেশন সেন্টার (সিএফএমসি) তৈরি করা হয়েছে ৷ সেখানে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের প্রতিনিধি, মধ্যস্থতাকারী অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থপ্রদানকারী সংস্থা, টেলিকম পরিষেবা প্রদানকারী, আইটি মধ্যস্থতাকারী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা একসঙ্গে কাজ করছেন ৷ যাতে সাইবার অপরাধের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা যায় ৷

প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার বলেন, "কেন্দ্রীয় সরকার এবং টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি একটি পদ্ধতি তৈরি করেছে ৷ এই পদ্ধতিতে ভারতীয় মোবাইল নম্বর থেকে আন্তর্জাতিক ভুয়ো কল করা হলে তার উৎস সন্ধান করে তা ব্লক করা সম্ভব হবে ৷ এধরনের আন্তর্জাতিক জালিয়াতি ফোনগুলি করে সাইবার অপরাধীরা ৷ ভুয়ো ডিজিটাল অ্যারেস্ট, ফেডএক্স দুর্নীতি, পুলিশ আধিকারিক এবং সরকারের ছদ্মবেশে এরকম আন্তর্জাতিক ভুয়ো ফোন করে সাইবার অপরাধীরা ৷ টেলিকম সার্ভিস প্রোভাইডার্সদের (টিএসপিএস) নির্দেশ দেওয়া হয়েছে, এরকম আন্তর্জাতিক ভুয়ো ইনকামিং কল যেন ব্লক করে দেওয়া হয় ৷

এছাড়া মডিউল 'প্রতিবিম্ব' ম্যাপ অপরাধীরা কোথায় কী করছে, সেই লোকেশন ট্র্যাক করতে পারে ৷ অপরাধের পরিকাঠামোও জানিয়ে দেয় তদন্তকারী আধিকারিকদের ৷ এই মডিউলের মাধ্যমে 14সি এবং অন্যান্য সংস্থার কাছ থেকে পরামর্শ পাওয়া সম্ভব ৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার 'রিপোর্ট অ্যান্ড চেক সাসপেক্ট' শীর্ষক একটি নতুন ফিচারের ব্যবস্থা করেছে https://cybercrime.gov.in-এ ৷ মন্ত্রী জানান, মেওয়াট, জামতাড়া, আমেদাবাদ, হায়দরাবাদ, চণ্ডীগড়, বিশাখাপত্তনম এবং গুয়াহাটির জন্য I4C-এর অধীনে সাতটি যৌথ সাইবার সমন্বয় দল (JCCTs) গঠন করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details