পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোহালিতে বহুতল ধসে মৃত 2, উদ্ধারকাজে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী - MOHALI BUILDING COLLAPSE

ভয়াবহ দুর্ঘটনা পঞ্জাবের মোহালিতে ৷ বহুতল ভেঙে মৃত অন্তত 2 জন ৷ চলছে উদ্ধারকাজ ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে সেনা ৷

MOHALI BUILDING COLLAPSE
মোহালিতে চলছে উদ্ধারকাজ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 12:54 PM IST

মোহালি, 22 ডিসেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! পঞ্জাবের মোহলিতে বহুতল ধসে মৃত্যু কমপক্ষে 2 জনের ৷ তবে ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ৷ এখনও উদ্ধারকাজ চালাচ্ছে সেনা জওয়ান ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল ৷

শনিবার সন্ধ্যায় মোহালির সোহানা এলাকায় একটি চারতলা বাড়ি ভেঙে পড়ে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ প্রশাসন ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ডেকে ঘটনাস্থলে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী ৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানান, ধ্বংসস্তূপের নীচে 5 জন চাপা পড়ে থাকার খবর পান তাঁরা ৷

শনিবার রাতে আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ জানা গিয়েছে, মৃতের নাম দৃষ্টি বার্মা ৷ তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা ৷

এরপর সারারাত চলতে থাকে উদ্ধারকাজ ৷ রবিবার সকালে কংক্রিটের বড় বড় চাঙড় সরানোর পর এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয় ৷ মোহালির মহকুমা শাসক দমনদ্বীপ কউর জানান, মৃতের নাম অভিষেক ৷ তিনি অম্বালার বাসিন্দা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বাকিদের খোঁজে চলছে উদ্ধারকাজ ৷ ঘটনাস্থলে রয়েছে চিকিৎসকদের একটি দল ও অ্যাম্বুল্যান্স ।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান ঘটনায় দুঃখপ্রকাশ করে এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন ৷ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সফল উদ্ধারকাজের জন্য় রাজ্য সরকারের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে ৷ তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

জানা গিয়েছে, ঘটনাস্থলটি নর্দমার জলে ভরা একটি জায়গা ৷ সেই কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের বেঁচে থাকার আশা খুবই কম বলে অনুমান উদ্ধারকারীদের । তবে হাল ছাড়তে নারাজ প্রশাসন ৷ ঘটনা প্রসঙ্গে সেনার ওয়েস্টার্ন কমান্ডের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় ৷

পুলিশ সুপার দীপক পারেক জানান, বহুতলের মালিক পারবিন্দর সিং এবং গগনদীপ সিং-এর বিরুদ্ধে বিএনএস-এর 105 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে পুলিশের তরফে ৷

পড়ুন:পিথোরাগড়ে ভয়াবহ ভূমিধস, আটকে বহু পর্যটক; রইল রোমহর্ষক ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details