নয়াদিল্লি, 13 সেপ্টেম্বর:রাতের রাজধানী হয়ে উঠল ভয়ঙ্কর ৷ প্রকাশ্যে এক জিম মালিককে গুলি করে খুন করল লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ দুষ্কৃতী ৷ পরপর 12 রাউন্ড গুলি ছোড়ে ওই দুষ্কৃতীরা ৷ বৃহস্পতিবার রাত সাড়ে 10টা নাগাদ দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসে জিমের বাইরে দাঁড়য়েছিলেন ৷ বাড়ি ফিরবেন বলেই তিনি জিম থেকে বেরোন ৷ তখনই তাঁকে গুলি চালায় লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ দুষ্কৃতী ৷ তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় হাসপাতালে ৷ কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷
দিল্লিতে দুষ্কৃতীর গুলিতে খুন জিম মালিক ! নেপথ্যে লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ গ্যাং - Gym Owner Murdered in Delhi - GYM OWNER MURDERED IN DELHI
Firing on Gym Owner in Delhi: রাত তখন পৌনে এগারোটা ৷ রাজধানীতে চলল পরপর 12 রাউন্ড গুলি ৷ জিমের এক মালিককে রাস্তায় গুলি করে খুন করল লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ দুষ্কৃতী ৷ বৃহস্পতিবার রাতের ওই ঘটনা সিসিটিভিতে দেখে চমকে উঠবেন যে কেউই ৷
Published : Sep 13, 2024, 7:15 PM IST
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ প্রশাসন ৷ ডিসিপি অঙ্কিত চৌহান ঘটনাস্থল পরিদর্শন করেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাংয়র ঘনিষ্ঠ গোল্ডি ব্রারের কাছের লোক রোহিত গোদারা গুলি চালিয়ে হত্যা করে ওই জিম প্রশিক্ষককে। এমনকী, গুলি চালিয়ে খুনের পর তার দায়ও স্বীকার করে রোহিত গোদারা নামের ওই দুষ্কৃতী। ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেং বিশ্বই গ্যাং। অভিনেতা সলমন খানকে এই কুখ্যাত গ্যাংস্টার প্রাণে মারার হুমকিও দেয় ৷
মৃত ব্যক্তি, নাদির আহমেদ মাস পাঁচ-ছয়েক আগে একটি জিম খুলেছিলেন। তিনি যখন জিম বন্ধ করে গাড়িতে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় রোহিত গোদারা ৷ তারপরই সেখান থেকে পালিয়ে যায় ৷ সিসিটিভি ফুটেজের সাহায্যে তদন্তে নামে পুলিশ। পাঁচজনের একটি দল গঠন করা হয়। নাদির শাকে লক্ষ্য করে 12 রাউন্ড গুলি চালানো হয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফে ৷ পুরো ঘটনার আসল তথ্য বেরিয়ে আসবে বলেও জানান ডিএসপি ৷