পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক - two year old girl

Child Rape in UP: শনিবার উত্তরপ্রদেশের আলিগড়ে লজেন্স দেওয়ার অজুহাতে দু'বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । ঘটনায় গ্রেফতার অভিযুক্ত 15 বছরের কিশোর ৷ নাবালক শিশুর দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গিয়েছে ৷

rape
শিশুকে ধর্ষণ

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 2:09 PM IST

আলিগড়, 4 ফেব্রুয়ারি:লজেন্স দেওয়ার নামে 2 বছরের শিশুকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার 15 বছরের এক নাবালক ৷ শনিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের আত্রৈলী থানা এলাকায় ।

এই ঘটনায় শিশুকন্যার বাবা থানায় গিয়ে পাড়ায় বসবাসকারী ওই কিশোরীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ৷ তাঁর দাবি, শনিবার বিকেলে দু'বছরের মেয়েটি বাড়িতে খেলছিল। সেই সময় পাড়ার বাসিন্দা ওই কিশোর তাঁর বাড়িতে আসে এবং মেয়েটিকে লজেন্স দেওয়ার অজুহাতে তুলে নিয়ে যায়। এরপর তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে । এই ঘটনার জানতে পারার পরই পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। চলে জিজ্ঞাসাবাদ পর্ব।

জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর ভবঘুরে । সে অভিযোগকারী পরিবারের আত্মীয়ও বটে । শিশুকন্যার বাবা শ্রমিকের কাজ করে সংসার চালান । ধর্ষণের ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "শিশুকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে । অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।"

প্রসঙ্গত, কয়েকদিন আগে কানপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছিল ৷ নাবালিকা মেয়েটিকে বিগত কয়েকমাস ধরে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ করে তার বাবার বিরুদ্ধে ৷ থানার দ্বারস্থ হন মেয়েটির মা ৷ নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার বাবাকে গ্রেফতার করে ৷ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয় ৷ ওই মহিলা অভিযোগ করেছিলেন, তাঁর স্বামী কয়েক মাস ধরে 14 বছরের মেয়েকে ধর্ষণ করছেন । তাকে কয়েকবার আটকানোর চেষ্টা করেন ওই মহিলা ৷ তা সত্ত্বেও সে এই ঘৃণ্য কাজ করে যাচ্ছে ৷ শেষমেষ থানার দ্বারস্থ হন নাবালিকার মা ৷ নাবালিকার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় ও কামড়ের চিহ্নও পাওয়া গিয়েছিল ।

আরও পড়ুন:

  1. কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত বাবা
  2. কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার নামে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
  3. বাড়ি থেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ABOUT THE AUTHOR

...view details