নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: লক্ষ লক্ষ ভারতীয়কে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের পাঠ দেবে মাইক্রোসফট ৷ 2025 সালের মধ্যে ভারতের 20 লক্ষ মানুষ এআই স্কিলে প্রশিক্ষিত করার লক্ষ্যমাত্রা রেখেছে মাইক্রোসফট ৷ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে 'অ্যাডভানটাআইজে ইন্ডিয়া'৷ সংস্থার চেয়ারম্যান এবং সিইও সত্য নাদেলা এই সপ্তাহে ভারতে এসেছিলেন ৷ বুধবার একটি অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, "মাইক্রোসফট সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছে, যার নাম ওয়ার্ক ট্রেন্ড ইনডেক্স ৷ এই সমীক্ষা অনুযায়ী, কোনও না কোনও সংস্থায় শীর্ষ পদে রয়েছেন, এমন 90 শতাংশ এমন ভারতীয় জানাচ্ছেন, তাঁরা যে সব লোককে নিয়োগ করছেন তাঁদের এআই স্কিল নিয়ে জানা দরকার ৷ এছাড়া 78 শতাংশ ভারতীয় কর্মীরাও বলছেন, তাঁরা এআই নিয়ে তাঁদের বিশেষ কিছু জানেন না ৷" এই অবস্থায় এআই স্কিল নিয়ে এগিয়ে এসেছে মাইক্রোসফট ৷ এই প্রজেক্ট বাস্তবায়িত করতে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এবং 10টি রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মাইক্রোসফট ৷
এই প্রজেক্টের আওতায় গ্রামীণ ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ শিবিরে 5 লক্ষ পড়ুয়া ও চাকরিপ্রার্থীকে এআই নিয়ে বেসিক এবং অ্যাডভান্সড ট্রেনিং দেওয়া হবে ৷ এছাড়া টায়ার-2 ও টায়ার-3 শ্রেণির শহরের 1 লক্ষ তরুণীকে এআই টেকনিক্যাল স্কিলের প্রশিক্ষণ দেবেন 5 হাজার প্রশিক্ষক ৷