পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অশান্ত বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন 6700 পড়ুয়া, জানাল বিদেশমন্ত্রক - Unrest in Bangladesh

Unrest in Bangladesh: ভারত থেকে বাংলাদেশে পড়তে যায় অনেকে ৷ সেখানে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার জেরে অনেকেই আটকে পড়েছিলেন ৷ বৃহস্পতিবার বিদেশমন্ত্রক জানিয়েছে যে এখনও পর্যন্ত 6700 পড়ুয়াকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানো গিয়েছে ৷

EXTERNAL AFFAIRS MINISTRY
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 25, 2024, 8:01 PM IST

নয়াদিল্লি, 25 জুলাই: অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর বাংলাদেশ থেকে 6700 পড়ুয়াকে ভারতে ফেরানো গিয়েছে ৷ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৷

উল্লেখ্য, সরকারি চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলন শুরু হয় বাংলাদেশে ৷ ক্রমশ তা হিংসাত্মক চেহারা নেয় ৷ কার্যত পুরো বাংলাদেশই জ্বলতে থাকে ৷ সেদেশের কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে থাকে৷ কারফিউ জারি করা হয় ৷ বাংলাদেশের সেনা ও আধাসেনা নামানো হয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য ৷ কিন্তু তার মধ্যেই শতাধিক আন্দোলনকারী নিহত হয় ৷ ফলে আন্দোলনের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে ৷

এই পরিস্থিতি বিপদে পড়েন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতের ছাত্রছাত্রীরা৷ ভারত সরকারের তরফে বাংলাদেশে থাকা ভারতীয়দের উদ্দেশ্য়ে সতর্কবার্তা দেওয়া হয় ৷ বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ সরকারি তরফে চেষ্টা করা হয় সেখানে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর জন্য ৷ অনেকে ব্যক্তিগত চেষ্টাতেও দেশে ফেরার চেষ্টা করেন ৷

তবে এ দিন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা বলেছেন, তা থেকে স্পষ্ট যে 6700 জনকে নিরাপদে ফিরিয়ে আনা গিয়েছে ৷ এখনও হয়তো অনেকে আটকে রয়েছেন ৷ তাঁদেরও ফেরানোর ব্যবস্থা সরকার করবে বলে মনে করা হচ্ছে ৷

অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতিও ক্রমশ শান্ত হচ্ছে ৷ ভারত সরকারও আশা করছে যে প্রতিবেশী এই দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে ৷ এ দিন সেকথাও জানিয়েছেন রণধীর জয়সওয়ালও ৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হওয়ায় আমরা আশাবাদী যে সে দেশে পরিস্থিতি স্বাভাবিক হবে ৷’’

যে সমস্ত পড়ুয়ারা বাংলাদেশ থেকে ফিরেছেন, তাঁদের অনেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ তাঁরা ফিরে সেখানে গত কয়েকদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন সংবাদমাধ্যমে ৷ দেশে ফিরে যে তাঁরা স্বস্তি পাচ্ছেন ৷ সেকথাও জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details