পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরও ‘বড়’ মার্গদর্শী ! 121তম শাখা খুলল জনপ্রিয় সংস্থা - MARGADARSI

দক্ষিণ ভারতে প্রভাব আরও বাড়ল মার্গদর্শীর । হায়দরাবাদের গাচ্চিবৌলিতে 121তম শাখা খুলল জনপ্রিয় সংস্থা ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন অংশের বিশিষ্ট ব্যক্তিরা।

Margadarsi Chit Fund
আরও ‘বড়’ মার্গদর্শী ! (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2024, 11:07 PM IST

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: বহরে আরও বাড়ল মার্গদর্শী চিটফান্ড ৷ শুক্রবার রামোজি গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর চেরিকুরি কিরণ গাচ্চিবৌলির স্কাই সিটিতে কোম্পানির 121তম শাখার উদ্বোধন করেন ৷ যা মার্গদর্শীর যাত্রাপথে আরেকটি মাইলফলক যোগ করল । এদিন তিনি গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য মার্গদর্শীর অটুট নিষ্ঠার কথা তুলে ধরেন ৷

এদিন আনুষ্ঠানিকভাবে নতুন শাখার প্রথম গ্রাহকের কাছে উদ্বোধনী রসিদ তুলে দেন চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্গদর্শীর এমডি শ্রীমতি শৈলজা কিরণ, রামোজি ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরী, ইটিভি ভারতের ডিরেক্টর বৃহতি চেরুকুরি, সবলা মিলেটস্-এর ডিরেক্টর সহরি, শ্রী রামোজি রাও-এর পৌত্র সুজয় এবং ইটিভি’র সিইও বাপিনেডু । পাশাপাশি ইনাডু তেলেঙ্গানা’র সম্পাদক ডিএন প্রসাদ, ইনাডু অন্ধ্রপ্রদেশের সম্পাদক এম নাগেশ্বর রাও এবং মার্গদর্শী’র সিইও সত্যনারায়ণ-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন ।

দক্ষিণ ভারতে প্রভাব আরও বাড়ল মার্গদর্শীর (ইটিভি ভারত)

বৃদ্ধি, গ্রাহক সেবা ও প্রতিশ্রুতি...

সিএইচ কিরণ বলেন, “মার্গদর্শী সবসময় তার গ্রাহকদের পাশে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে । আমরা প্রত্যেকের প্রয়োজন মেটানোর জন্য নানা ধরনের প্রয়াস করে চলেছি । আর তার সাহায্যে 60 বছরেরও বেশি সময় ধরে তৈরি করা বিশ্বাস বজায় রেখে চলেছি ।’’ তিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শৈলজা কিরণের অধীনে কোম্পানির দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘‘মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ কোম্পানির বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷ তিনি গ্রাহক পরিষেবাগুলিকে উন্নত করতে এবং এর লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ।’’

শৈলজা কিরণও এদিন কোম্পানির সাফল্যের উপর আলোকপাত করেছেন ৷ তিনি বলেন, “ছোট চিট দিয়ে শুরু করে, আমরা এখন দুই থেকে তিন কোটি টাকার বিনিয়োগও দেখতে পাচ্ছি । গ্রাহকরা আমাদের বিশ্বাস করেন কারণ আমরা তাঁদের সুস্পষ্ট নির্দেশনা প্রদান করি ৷ প্রায়শই দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দ্রুত অর্থ প্রদান নিশ্চিত করি । মার্গদর্শী ভারতের এক নম্বর চিটফান্ড কোম্পানি হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে ।’’

1962 সাল থেকে নিজের যাত্রা শুরু করেছে মার্গদর্শী। বহু মানুষের জীবনে এসেছে বিরাট পরিবর্তন । এখনও পর্যন্ত 60 লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। অকশন টার্নওভার পৌঁছেছে 9,396 কোটি টাকায় । এবার 121তম শাখা খুলল জনপ্রিয় সংস্থা ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details