সুকমা (ছত্তিশগড়), 18 এপ্রিল: প্রথম পর্যায়ে লোকসভা ভোট শুক্রবার ৷ ওই দিনই অর্থাৎ 19 এপ্রিল ভোট হবে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বস্তার লোকসভা আসনে ৷ এদিকে এর মধ্যে ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছতে শুরু করে দিয়েছে মাওবাদীরা। ফলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ কমিশনের কাছে কার্যত বড় চ্য়ালেঞ্জ এই মুহূর্তে ৷ পুলিশের দাবি, এতদিন মাওবাদীরা লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিয়ে রাস্তাঘাটে লিফলেট ছুড়ে দিচ্ছিল ৷ এখন সেই মাওবাদীরাই বস্তারের সুকমা জেলায় ভোট কেন্দ্রের দেয়াওলে ভোট বয়কটের স্লোগান লিখছে ৷
মঙ্গলবার সুকমা জেলার কোন্তা উন্নয়ন ব্লকের নাগারাম ক্লাস্টার কেন্দ্রের কেরলাপেদা ভোটকেন্দ্রে মাওবাদীরা ভোট বয়কটের স্লোগান লিখেছে বলে খবর। মাওবাদীরা লিখেছে, "এই ভোটকেন্দ্রে কোনও জনসাধারণ ভোট দেবেন না। কাদের জন্য নেতা তৈরি করা হবে ? নেতারা নিজেদের পেটের কথা ভাবে। নেতারা সাধারণ মানুষকে মারধর করে ৷"
সুকমা জেলার কেরালাপেদা ভোটকেন্দ্রে শুক্রবার সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। 791 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের মধ্যে 446 জন মহিলা ভোটার এবং 345 জন পুরুষ ভোটার ৷ মাওবাদী অধ্যুষিত এই এলাকায় ভোট চলবে বিকেল তিনটে পর্যন্ত ৷ মাওগড়ে ভোটের প্রস্তুতি তুঙ্গে ৷ পুরো বস্তার ডিভিশনের প্রতিটি কোনায় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। যে কোনও রকম নাশকতা এড়াতে বস্তারে প্রায় এক লক্ষেরও বেশি কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।
বস্তার আসনে বিজেপির মহেশ কাশ্যপের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী কাওয়াসি লখমা। তিনি আবার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ৷ পাশাপাশি তিনি সুকমা জেলার কোন্তা বিধানসভার ছ'বারের বিধায়ক। অন্যদিকে, বিজেপি প্রার্থী মহেশ কাশ্যপ প্রাক্তন পঞ্চায়েত প্রধান ৷ লোকসভা নির্বাচনে প্রথমবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি। বস্তার লোকসভা আসনে 14 লক্ষ 72 হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার 1 হাজার 961টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে স্পর্শকাতর ভোটকেন্দ্রে পোলিং আধিকারিকদের পাঠানো হয়েছে।