সরন (বিহার), 4 সেপ্টেম্বর:হাথরাসের ছায়া এবারে বিহারে ! তবে প্রেক্ষাপটে খানিক পার্থক্য রয়েছে ৷ 'মিউজিক শো' চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টিনের তৈরি বাড়ির ছাদ ৷ ঘটনায় গুরুতর আহত প্রায় 100 জন দর্শক ৷ মঙ্গলবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়া জেলার ইসুয়াপুর এলাকায় ৷
প্রতি বছরের মতো এবছরও ভিমাবির মেলা ঝান্ডা যাত্রা উপলক্ষে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সঙ্গীতানুষ্ঠান দেখতে মেলা প্রাঙ্গনে ভিড় জমায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একশোরও বেশি মানুষ ৷ মঞ্চের সামনের মাঠে, অনুষ্টানস্থল সংলগ্ন বাড়ির ছাদ, বারান্দা, এমনকী অনুষ্ঠান দেখতে গাছের উপরেও চড়ে বসেন দর্শকরা ৷ পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালীন হঠাৎই ভেঙে পড়ে একটি টিনের ছাদ ৷ ছাদের উপর বহু দর্শক বসেছিলেন ৷ দুর্বল ছাদ এতবেশি মানুষের ভার ধরে রাখতে না পেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে জানায় পুলিশ ৷ ঘটনায় প্রাণে বাঁচার হুড়োহুড়িতেও অনেকে আহত হয়েছেন ৷