পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা বেছে নিল কেন্দ্র - MANMOHAN SINGH MEMORIAL

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জমি বরাদ্দের কথা আগেই জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এবার দু'টি জায়গা বেছে নিল আবাসন মন্ত্রক ৷

MANMOHAN SINGH MEMORIAL
মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা (মনমোহন সিংয়ের এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Jan 3, 2025, 1:17 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের আগে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল স্মৃতিসৌধ নির্মাণের জন্য খুব শীঘ্রই জায়গা ঠিক করা হবে ৷ এবার দু'টি জায়গা বেছে নিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক ৷ সূত্রের খবর, বিজয় ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থল সংলগ্ন এলাকাকে বেছে নেওয়া হয়েছে ৷ তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জানা গিয়েছে ৷

সূত্রের খবর, স্মৃতিসৌধ নির্মাণের জন্য সম্প্রতি কেন্দ্রীয় পূর্ত বিভাগের আধিকারিকরা সঞ্জয় গান্ধি মেমোরিয়াল, রাষ্ট্রীয় স্মৃতিস্থল-সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন ৷ এরপর আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই বিষয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গেও আলোচনা করা হয়েছে মন্ত্রকের তরফে ৷ দু'টি জায়গা নিয়ে আলোচনা করা হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ তৈরির জন্য উপযুক্ত জায়গার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ দুই পাতার সেই চিঠিতে তিনি লেখেন, "দেশের মহৎ সন্তানের শেষকৃত্য সেখানেই করা উচিত, যেখানে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ করা যাবে ৷" এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতাদের প্রসঙ্গও তুলে ধরেন রাজ্যসভার বিরোধী দলনেতা ৷

খাড়গে আরও বলেন, "দেশ তথা দেশবাসীর মনে বিশেষ স্থানজুড়ে রয়েছেন ডঃ মনমোহন সিং ৷ দেশের উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য ৷ তাঁর দৃঢ় সংকল্পে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনেতা তিনি ৷ আমার আশা, তাঁকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে ৷" সেই চিঠির উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়, খুব শীঘ্রই মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের জন্য উপযুক্ত স্থান বরাদ্দ করা হবে ৷ তবে এর জন্য খানিক সময় লাগবে ৷ একটি ট্রাস্ট গঠন করতে হবে ৷ সুতরাং, শেষকৃত্য হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷

দিল্লির এইমস হাসপাতালে গত 26 ডিসেম্বর রাত 9টা 51 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডঃ মনমোহন সিং ৷ তাঁর শেষকৃত্য করা হয় গত 28 ডিসেম্বর ৷ নয়াদিল্লির নিগমবোধ শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক নেতা-মন্ত্রী ৷ উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি-সহ হাত শিবিরের নেতা-মন্ত্রীরা ৷

পড়ুন:যমুনায় অস্থি বিসর্জন মনমোহনের, গান্ধিদের অনুপস্থিতি নিয়ে খোঁচা বিজেপির

ABOUT THE AUTHOR

...view details