পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইম্ফলে ভোটকেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 3 - Manipur Firing - MANIPUR FIRING

Manipur Firing: মণিপুরের ভোটকেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র-সহ একাধিক জিনিস উদ্ধার করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By PTI

Published : Apr 20, 2024, 11:19 AM IST

Updated : Apr 20, 2024, 11:54 AM IST

ইম্ফল, 20 এপ্রিল: প্রথম দফা ভোটের দিন ইম্ফল পূর্ব জেলার একটি ভোটকেন্দ্রের কাছে গুলি চালানোর ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ ৷ এমনটাই জানিয়েছেন পুলিশের এক শীর্ষকর্তা ৷ গ্রেফতার করা এই তিন ব্যক্তিই ইম্ফল পূর্ব জেলার মইরাংকাম্পু সাজেবে গুলি চালানোর ঘটনায় জড়িত ছিল বলে জানা গিয়েছে ৷

শুক্রবার ভোট কেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ গুলি চালানোর ঘটনার পর তিন জনই একটি চার চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে গোলাবারুদ-সহ একটি পয়েন্ট 32 পিস্তল এবং নগদ 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷ শুক্রবার মণিপুরে দুটি লোকসভা কেন্দ্রে 68 শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্ত লেইচম্বম জেমসন সিং (34), নংথোম্বাম রতন (47) এবং খুমুকচাম আঙ্গাম্বা (32)৷ পুলিশ আরও জানিয়েছে, তারা অভিযুক্তদের কাছ থেকে গোলাবারুদের পাশাপাশি তিনটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। এক্স-এর একটি পোস্টে, মণিপুর পুলিশ জানিয়েছে, শুক্রবার মণিপুর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে ৷ তাদের থেকে আটটি তাজা বুলেট, একটি গাড়িও মিলেছে ৷ এছাড়াও মণিপুরের একাধিক ভোটকেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে ৷ দু'টি বুথ থেকে ইভিএম ভাঙচুরের খবরও পাওয়া গিয়েছে ৷

(পিটিআই)

আরও পড়ুন:

  1. বিস্ফোরণে বস্তার লোকসভা কেন্দ্রে প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের
  2. খুন নয়, সলমনকে ভয় দেখানো উদ্দেশ্য ছিল ধৃতদের; জানাল মুম্বই পুলিশ
Last Updated : Apr 20, 2024, 11:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details