ইম্ফল, 2 সেপ্টেম্বর: জঙ্গি হামলায় দু’জন নিহত ও ন’জন আহত হওয়ার ঘটনায় মণিপুর সরকার রাজ্য পুলিশকে ইম্ফল পশ্চিম জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ৷ রবিবারের হামলায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মণিপুরের কমিশনার (স্বরাষ্ট্র) এন অশোক কুমার ৷ এই নিয়ে ডিজিপিকে তিনি একটি চিঠি লিখেছেন ৷ সেখানে তিনি এই নির্দেশ দিয়েছেন ৷
পশ্চিম ইম্ফল জেলা মণিপুরের কেইথেলমানবি থেকে কৌর্টরুক পর্যন্ত বিস্তৃত ৷ প্রায় 32 কিলোমিটার এলাকায় গত বছরের মে মাসে মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একাধিক হামলা হয়েছে ৷ রবিবারও তেমন একটি হামলা হয় ৷ দুপুর আড়াইটে নাগাদ কৌর্টরুক ও কাডাংব্যান্ড এলাকায় পাহাড়ের উপর থেকে এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা ৷ সেই হামলায় দু’জন নিহত হন ৷ আর ন’জন আহত হন ৷ বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ৷
পুলিশ জানিয়েছে, রকেট থেকে ব্যবহৃত গ্রেনেড ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয় ৷ পুলিশ সূত্রে খবর, অন্তত পাঁচটি বোমা ফেলা হয় ড্রোনের সাহায্যে ৷ সেখানে অবশ্য কেউ ছিল না ৷ তার আগেই গ্রামবাসীরা পালাতে শুরু করেন ৷ পুলিশের তরফে পালটা গুলি চালানো হয় জঙ্গিদের উদ্দশ্য করে ৷ রবিবার রাত পর্যন্ত লড়াই চলে ৷