চামারাজানগর (কর্ণাটক), 2 জানুয়ারি: অসুস্থ ভাগ্নিকে শসা খাওয়ানো নিয়ে বচসা ৷ বোনকে ছুরি দিয়ে খুন করল দাদা ৷ বাধা দিতে গিয়ে ঘটনায় আহত বাবা ও ভগ্নিপতি ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বুধবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চামারাজানগর জেলার কোল্লেগলের ইদগা মহল্লায় ৷
দাদার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বোন আয়মান বানুর (26) ৷ বাধা দিতে গিয়ে হাতের হাড় ভেঙে গুরুতর আহত হন তাঁদের বাবা বছর ষাটেকের সৈয়দ ৷ আহত হন বছর পঁচিশের তাসলিমা ৷ দু'জনেই বর্তমানে সিমস হাসপাতালে চিকিৎসাধীন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোল্লেগল টাউন থানার পুলিশ ৷ আহতদের হাসপাতালে পাঠিয়ে অভিযুক্ত ফরমানকে গ্রেফতার করা হয় ৷