পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত - Double Murder in Agra - DOUBLE MURDER IN AGRA

Double Murder in Agra: দ্বিতীয় স্ত্রীর থেকে প্রথম বিয়ে লুকাতে স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ আগ্রার ঘটনায় অভিযুক্ত সবজি ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 9:23 PM IST

আগ্রা, 3 এপ্রিল: আগ্রার ফতেহপুর সিক্রির মান্ডিগুর খালে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ৷ অভিযোগ বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা মুন্নি এবং তাঁর দেড় বছরের সন্তানকে খুন করে মান্ডিগুর খালে ফেলে দেওয়া হয়েছে ৷ মুন্নির স্বামী আশিসের বিরুদ্ধে সিকান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর দিদি সিমরন ৷

পুলিশ সিমরনের বলে দেওয়া জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত আশিসকে গ্রেফতার করেছে ৷ তবে, মুন্নির দেড় বছরের ছেলের কোনও হদিশ পাওয়া যায়নি ৷ সিমরন পুলিশকে জানিয়েছেন, আশিস বিহারের সিকান্দার আর্সেনার বাসিন্দা ৷ তিনি সবজি বিক্রি করতে বোদলায় যেতেন ৷ সেখানেই মুন্নি এবং সিমরন থাকতেন ৷ সেই সময় আশিসের সঙ্গে মুন্নির পরিচয় হয় ৷ তিনবছর আগে কিষাণগঞ্জে দু’জনের বিয়ে হয় ৷ এরপর তাঁরা আগ্রায় চলে আসেন ৷ অভিযোগ বিয়ের কয়েকমাস পর থেকে মুন্নিকে মারধর শুরু করেন আশিস ৷

এরই মধ্যে তাঁদের সন্তানের জন্ম হয় ৷ কিন্তু, পরিস্থিতি বদলায়নি ৷ মুন্নিকে মারধর জারি থাকে ৷ বাধ্য হয়ে মুন্নি বিহারে বাপের বাড়িতে ছেলেকে নিয়ে চলে আসেন ৷ সেই সময় আশিসকেও বিহারে চলে আসতে বলেছিলেন তিনি ৷ কিন্তু স্ত্রী-সন্তানকে ছেড়ে তিনি আগ্রায় থেকে যান ৷ অভিযোগ, এর পরপরই দ্বিতীয় বিয়ে করেছিলেন আশিস ৷ খবর পেয়ে মুন্নি আগ্রায় ফিরে যান ৷ কিন্তু, তাঁর দ্বিতীয় স্ত্রী বিষয়টি জেনে যেতে পারেন, সেই ভয়ে মুুন্নিকে ভরতপুরে রাখতে চেয়েছিলেন ৷

পুলিশকে আশিস জানিয়েছেন, সেই মতো আশিস মুন্নিকে ট্রেনে টুন্ডলায় ডেকে পাঠান ৷ এরপর ছেলেকে নিয়ে মঙ্গলবার ট্রেনে করে টুন্ডলায় আসেন মুন্নি ৷ সেখান থেকে সড়কপথে ভরতপুরের উদ্দেশে রওনা দেন তাঁরা ৷ কিন্তু, ফতেপুর সিক্রির কাছে পৌঁছাতেই মুন্নির সঙ্গে ঝগড়া হয় আশিসের ৷ অভিযোগ সেখানেই মুন্নির কোল থেকে ছেলেকে কেড়ে নেন তিনি ৷ অভিযোগ এরপর আশিস বড় খালের কাছে পৌঁছে মুন্নিকে শ্বাসরোধ করে হত্যা করেন ৷ এমনকী দেড় বছরের ছেলেকেও শ্বাসরোধ করে মারেন আশিস ৷ সেখানে দু’জনের দেহ খালে ফেলে তিনি পালিয়ে যান ৷ পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন ৷ শিশুর দেহের তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ওয়াটগঞ্জে মহিলার গলার ও কোমরের নীচের অংশ খুঁজতে তৎপর লালবাজার
  2. মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ

ABOUT THE AUTHOR

...view details