পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত - Triple Murder in Bihar

Triple Murder in Bihar: স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ বিহারের ঘটনায় ওই ব্যক্তি নিজেকেও গুরুতরভাবে জখম করেছেন ৷ তিনি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 6:56 PM IST

ছাপরা (বিহার), 15 মার্চ: স্ত্রী ও দুই কন্যা সন্তানকে কুপিয়ে খুনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ৷ পরে ওই ব্যক্তি নিজের প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরা জেলার একমা ব্লকের রসুলপুরে ৷ অভিযুক্ত বর্তমানে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

পুলিশ সূত্রে খবর, ছাপরার একমার বাসিন্দা বিট্টু কুমার বিন্দ এবং তাঁর স্ত্রী রম্ভা দেবীর দুই ক্যান সন্তান রয়েছে ৷ বড় মেয়ে অংশিকা কুমারী (15) এবং ছোট মেয়ে চঞ্চল কুমারী (12) ৷ বিট্টু কুমার বিন্দের কোনও রোজগার ছিল না ৷ যা নিয়ে প্রায় রোজই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত ৷ তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যান্যদের টাকায় সংসার চলত ৷ যা নিয়ে রম্ভা দেবী প্রায় তাঁকে কথা শোনাতেন বলে অভিযোগ ৷ যা নিয়ে দু’জনের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত ৷ বৃহস্পতিবার রাতে দু’জনের মধ্যে ফের অশান্তি শুরু হয় ৷

অভিযোগ দু’জনের মধ্যে অশান্তি চলাকালীন বিট্টু তাঁর স্ত্রীর উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন ৷ তাঁকে কোপাতে শুরু করেন ৷ তা দেখে দুই মেয়ে অংশিকা এবং চঞ্চল তাদের মাকে বাঁচাতে যায় ৷ তখন বিট্টু কুমার বিন্দ তাঁর দুই মেয়েকেও কোপাতে শুরু করেন বলে অভিযোগ ৷ এরপর নিজের শরীরেও একাধিকবার আঘাত করেন বিট্টু ৷ পরিবারের বাকি সদস্য এবং প্রতিবেশীরা চিৎকার শুনে তাঁদের ঘরে যায় ৷ সেখানে চারজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ৷

পুলিশ সূত্রে খবর, রম্ভা দেবী এবং তাঁর এক মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছিলেন ৷ আরেক মেয়েকে চিকিৎসার জন্য পাটনা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ মাঝ রাস্তায় তারও মৃত্যু হয় ৷ অন্যদিকে, বিট্টু কুমার বিন্দকে হাসপাতালে ভরতি করেছে পুলিশ ৷ রসুলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে, বিট্টু কুমার বিন্দ সম্প্রতি তাঁর বাবার সঙ্গে দেখা করতে কলকাতা এসেছিলেন ৷ এখান থেকে ছাপরার বাড়িতে ফেরার পরেই এই ঘটনাটি ঘটেছে ৷

আরও পড়ুন:

  1. 3 দিন স্ত্রীর দেহের সঙ্গে বন্ধ ঘরে ব্যক্তি, ভুবনেশ্বরের ঘটনায় চাঞ্চল্য
  2. স্ত্রীকে খুন করে 100 ডায়াল, পুলিশের কাছে ধরা দিল অভিযুক্ত স্বামী
  3. অস্ট্রেলিয়ায় ডাস্টবিনে উদ্ধার ভারতীয় মহিলার দেহ, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ABOUT THE AUTHOR

...view details