গোরক্ষপুর গীতা প্রেসের ট্রাস্টি কৃষ্ণ কুমার খেমকা বলেন, "এই শিবিরটি অখিল ভারতীয় ধর্ম সংঘ এবং গীতা প্রেস সম্মিলিতভাবে বানানো । খুব সতর্কতার সঙ্গে 180-এর আশেপাশে কুটির তৈরি করা হয়েছিল ৷ সকলকে বলে দেওয়া হয়েছিল যাতে তাঁরা কেউ আগুন সম্পর্কিত কোনও কার্যকলাপ না করেন ৷ আমাদের বাউন্ডারি দেওয়া ছিল পশ্চিম দিক বরাবর ৷ তারপর জানি না প্রশাসন কাকে এলাকাটা দিয়েছিল ৷ ওপার থেকে আগুন কোনওভাবে এপারে চলে আসে ৷ তাতেই আমাদের সব কুটির পুড়ে গিয়েছে ৷ কিছুই অবশিষ্ট নেই আর ৷ ভগবানের কৃপায় কোনও প্রাণহানি হয়নি ৷ এক কোটি টাকার ক্ষতি হয়েছে সেটা আলাদা কথা ৷"
পুড়েছে গীতা প্রেসের সমস্ত কুটির, 1 কোটির ক্ষতি; জানাল গোরক্ষপুর ট্রাস্টি - MAHA KUMBH MELA 2025
Published : Jan 19, 2025, 5:33 PM IST
|Updated : Jan 19, 2025, 7:01 PM IST
প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা ৷ 144 বছর পর মহাকুম্ভ মেলা ঘিরে দেশজুড়ে উৎসবরে মরশুম । এরই মধ্যে ছন্দপতন। রবিবার দুপুরে আচমকাই প্রয়াগরাজের কুম্ভমেলার 19 নম্বর সেক্টরের পাশে একটি তাঁবুতে আগুন লাগে ৷ নিমেষের মধ্য়ে আগুন ভয়াবহ রূপ নেয় ৷ চারিদিকে হুড়োহুড়ি শুরু হয় ৷ একাধিক জিনিস পুড়ে গিয়েছে ৷ হুড়োহুড়িতে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷
LIVE FEED
পুড়ে খাক গীতা প্রেসের সম্মিলিত কুটির, জানাল গোরক্ষপুর ট্রাস্টি
আগুন নিয়ন্ত্রণে, জানালেন উত্তরপ্রদেশের মন্ত্রী
উত্তরপ্রদেশের মন্ত্রী এ কে শর্মা বলেন, "আমি গীতা প্রেসের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দেখা করেছি ৷ তাদের থেকে জানতে পেরেছি যে 3টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এবং এর ফলে আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুন 20 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় ৷ শিবিরে প্রায় 100 জন লোক ছিল কিন্তু মা গঙ্গার আশীর্বাদে কোনও দুর্ঘটনা ঘটেনি ৷"
প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলাকালীন আগুন, ঘটনাস্থলে ইটিভি ভারত
মহাকুম্ভের ঘটনাস্থলে পৌঁছে ইটিভি ভারতের প্রতিনিধি রিতেশ সিং জানান, 19 নম্বর সেক্টরে শ্রী গোপি হরি মহারাজের নির্মল আশ্রমে আগুন লেগেছে ৷ সেখানে দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ সকল সাধু সন্তদের জিনিসপত্র সব বাইরে আনা হয়েছে ৷ দমকলবাহিনী-সহ ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ উপস্থিত রয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ক্রমাগত চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী ৷
মেলা শুরুর এক সপ্তাহের মধ্যে মহাকুম্ভ মেলায় আগুন, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ব্যবস্থাপনা নিয়ে প্রথম থেকে উত্তরপ্রদেশ সরকারের সুখ্যাতি করলেও সাতদিনের মধ্যে এত বড় একটা মেলায় অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী সরকার ৷ রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ 19 নং সেক্টরে গীতা প্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে : পুলিশকর্তা
পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন উত্তরপ্রদেশ পুলিশের এডিজি ভানু ভাস্কর । তিনি বলেন, "আমরা জানতে পেরেছি 19 নম্বর সেক্টরে একটি সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন লেগেছে । পুলিশের পাশাপাশি দমকল এবং এসডিআরএফের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা হচ্ছে।
ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
মহাকুম্ভ মেলায় ভয়াবহ আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।