নয়াদিল্লি, 14 ডিসেম্বর:লোকসভায় তাঁকে হুমকি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ৷এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র ৷ শুক্রবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু তাঁকে লোকসভায় হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ ৷ এ নিয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নকে (IPU) চিঠি দিয়েছেন মহুয়া ৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মহুয়া লিখেছেন, "কিরেণ রিজিজু সংসদীয় নিয়ম ও পদ্ধতির সম্পূর্ণ লঙ্ঘন করে শুক্রবার লোকসভায় আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ৷" তিনি আরও বলেন, "লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, তিনি রিজিজুর কথাগুলো কার্যপদ্ধতি থেকে মুছে দেবেন ৷ তারপরেও কোনও পদক্ষেপ নেননি তিনি।"
শুক্রবার লোকসভায় কিরেন রিজিজু মহুয়া সুপ্রিম কোর্ট দ্বারা নিষ্পত্তি করা একটি বিষয় উত্থাপন করার জন্য অভিযুক্ত করেছিল ৷ এরপরই হট্টোগোল শুরু হয় সংসদে ৷ এরপরই মহুয়াকে উপযুক্ত সংসদীয় পদক্ষেপ সম্পর্কে সতর্কও করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী। ভারতীয় সংবিধানের 75 বছর নিয়ে একটি বিতর্কে অংশগ্রহণ করে, মহুয়া মৈত্র বিচারক বি এইচ লোয়ার মৃত্যুর বিষয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন ৷ এরপরও অবশ্য তিনি সমালোচনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠান এবং বিরোধী নেতাদের টার্গেট করার অভিযোগে ক্ষমতাসীন বিজেপিকে তীব্র আক্রমণ করেন ৷
বিচারক লোয়ার মৃত্যু হয় 2014 সালের 1 ডিসেম্বর ৷ সেই সময় তিনি শেখ সোহরাবুদ্দিনের এনকাউন্টার নিয়ে একটি মামলার শুনানি করছিলেন ৷ এই এনকাউন্টারে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন বিচারক লোয়া ৷ পরদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷
যদিও প্রথম দিকে পরিবার দাবি করেছিল যে এই মৃত্যু অস্বাভাবিক ৷ পরে অবশ্য বিচারক লোয়ার ছেলে জানান যে, পরিবারের সদস্যরা মনে করছেন যে এই মৃত্যু স্বাভাবিক ৷ এনিয়ে কোনও মতবিরোধ নেই ৷ সুপ্রিম কোর্টেও বিচারক লোয়ার মৃত্যু নিয়ে মামলা হয় ৷ 2018 সালের এপ্রিল মাসে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর রায়ে জানিয়েছিলেন যে বিচারক লোয়ার মৃত্যু স্বাভাবিক ৷