পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশি গরু এখন থেকে 'রাজ্যমাতা', চমক দিল মহারাষ্ট্র - New Initiative In Maharashtra

Cow Becomes Rajyamata in Maharastra: রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশি গরুর গুরুত্ব মানুষের পুষ্টিতে ব্যাপক প্রভাব ফেলে ৷ আয়ুর্বেদিক, পঞ্চগব্য চিকিৎসা এবং জৈব চাষে গোবর সারের ব্যবহারের জন্যই গরুকে এই মর্যাদা দেওয়া যায় ৷ রাজ্যের কৃষি, দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্য দফতরের জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে ৷

cows as Rajyamata Gomata in Maharastra
গরুকে 'রাজ্যমাতা' ঘোষণা করেছে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 11:11 PM IST

মুম্বই, 30 সেপ্টেম্বর: মহারাষ্ট্রে গরু এখন 'রাজ্যমাতা'। এমনই ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ সোমবার দেশি গরুকে 'রাজ্যমাতা-গোমাতা' হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ বৈদিক যুগ থেকে গরুর বিশেষ তাৎপর্য বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে অন্যান্য কারণগুলির মধ্যে বলা হয়েছে, দেশি গরুর দুধ মানুষের পুষ্টিতে ব্যাপক প্রভাব রাখে ৷ পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসা থেকে শুরু করে জৈব চাষের ক্ষেত্রেও গরুর ভূমিকা আছে । আর সেই কারণে এই মর্যাদা দেওয়া হল ৷ রাজ্যের কৃষি, দুগ্ধ উন্নয়ন, পশুপালন ও মৎস্য দফতরের জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সরকারের এই সিদ্ধান্ত হল। সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, এভাবে ভারতীয় সমাজে গরুর আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক তাৎপর্যের উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, সরকারি বিজ্ঞপ্তিতে এও তুলে ধরা হয়েছে অবিচ্ছেদ্য ভূমিকায় গরু ভারতের সাংস্কৃতিক ভূখণ্ডে শতাব্দী ধরে পালন করেছে ৷

এই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে, রাজ্য সরকার কৃষি কাজে গোবর ব্যবহারের সুবিধাগুলিকে চিহ্নিত করেছে। যা মাটির উর্বরতা বাড়ায় এবং মানুষের পুষ্টিতে অবদান রাখে ৷ টেকসই চাষবাদের অনুশীলনকে উন্নীত করার জন্য সরকারের প্রচেষ্টা দেখায় বলেও তিনি জানান।

এর পাশাপাশি এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে আছে ধারাভিতে বস্তিবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যের ভাড়া বাড়ি প্রকল্প। রাজ্যে হোম গার্ডদের ভাতা উল্লেখযোগ্য বৃদ্ধি । যার জেরে প্রায় 40 হাজার হোম গার্ড উপকৃত হবেন ৷ অহল্যা দেবী সুতামিলকে অর্থ সাহায্য করার সিদ্ধান্তও হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details