মুম্বই, 10 অক্টোবর: শিল্পপতি পদ্মবিভূষণ রতন টাটাকে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শ্রদ্ধা জানানো হয়। বৈঠকে এই বিষয়ে শোক প্রস্তাব পেশ করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। একই সঙ্গে, রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ করে একটি প্রস্তাবও পাশ হয় মন্ত্রিসভার বৈঠকে।
রাজ্য মন্ত্রিসভার শোকবার্তায় বলা হয়, "নতুন শিল্প প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ৷ তবে তার জন্য প্রয়োজন দেশপ্রেম। আমাদের সমাজের জন্য সমান আন্তরিক উদ্বেগ। রতন টাটার মতো একজন সমমনা সমাজকর্মী, দূরদর্শী ও দেশপ্রেমিক মানুষকে আমরা হারালাম। শুধু ভারতের শিল্প ক্ষেত্রেই নয়, সামাজিক উন্নয়নের কাজেও রতন টাটার অবদান ছিল অসাধারণ। তিনি ছিলেন মহারাষ্ট্রের সন্তান। সারা দেশ তাঁর জন্য গর্বিত। তাঁর শৃঙ্খলা, পরিচ্ছন্ন প্রশাসন এবং উচ্চ নৈতিক মূল্যবোধ বৃহৎ প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে পরিলক্ষিত হয় ৷ টাটা আন্তর্জাতিকভাবে তাঁর এবং ভারতের চিহ্ন তৈরি করেছে। তাদের রূপে দেশের একটি বড় স্তম্ভ ভেঙে পড়েছে।"
একই সঙ্গে সেখানে বলা হয়েছে, "তিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার প্রপৌত্র। বহু বছর ধরে টাটা গ্রুপের চেয়ারম্যান এবং পরে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। দেশের প্রাচীনতম টাটা গ্রুপের চ্যারিটেবল ট্রাস্টের প্রধান হিসেবে তিনি জনহিতকর মনোভাবের সঙ্গে সেবা কাজ করেছিলেন। রতন টাটার নৈতিক মূল্যবোধ বজায় রাখা শিল্পে অন্যান্য উদ্যোক্তা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। তিনি একজন নীতিনির্ধারক কর্মী ছিলেন। টাটা গোষ্ঠী স্বাধীনতার পর দেশের পুনর্গঠনে প্রধান ভূমিকা পালন করেছিল। এই গোষ্ঠীর মাধ্যমে রতন টাটা বিশ্বস্তরে ভারতের পতাকা উড্ডীন রেখেছিলেন।"
মহারাষ্ট্র সরকারের তরফে বলা হয়েছে, "গাড়ি থেকে শুরু নুন এবং কম্পিউটার থেকে কফি-চা, টাটা নামটি গর্বের সঙ্গে অসংখ্য পণ্যের সঙ্গে জড়িত। শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজসেবার ক্ষেত্রেও রতন টাটা তাঁর অনন্য অবদান রেখেছেন। মুম্বইয়ে 26/11 হামলার পর তাঁর দৃঢ়তার জন্য তাঁকে স্মরণ করা হবে। কোভিডের সময় রতন টাটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 1500 কোটি টাকা দিয়েছিলেন। এছাড়াও কোভিডের সময় রোগীদের জন্য তাঁদের বেশিরভাগ হোটেল দেওয়া হয়েছিল ৷ তাঁর মহানুভবতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁকে মহারাষ্ট্র সরকারের প্রথম 'উদ্যোগ রত্ন' পুরস্কার প্রদান করার সৌভাগ্য পেয়েছি। মহারাষ্ট্র সবসময় তাঁর নির্দেশনা থেকে উপকৃত হয়েছে। রতন টাটার মৃত্যুতে আমাদের দেশ ও মহারাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হল।"