পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্টিভ জায়া লরেন জোবসের আধ্যাত্মিক গুরু কৈলাসানন্দ গিরি, কে তিনি ? - SWAMI KAILASHANAND GIRI

ভারতীয় সংস্কৃতি ও ধর্মের আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে মহাকুম্ভ মেলায় স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল ৷ তাঁর পথ প্রদর্শক কৈলাসানন্দ গিরি ৷ কে এই কৈলাসানন্দ ?

SWAMI KAILASHANAND GIRI JI MAHARAJ
বাঁ-দিক থেকে কৈলাসানন্দ গিরি, স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2025, 1:32 PM IST

প্রয়াগরাজ, 14 জানুয়ারি: প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা ৷ কোটি কোটি পুণ্যার্থী এই মহাসঙ্গমে যোগ দিয়েছেন ৷ বিরল এই মহাকুম্ভের সাক্ষী হতে ভারতে এসেছেন অ্য়াপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। ভারতীয় সংস্কৃতি ও ধর্মের আধ্যাত্মিকতার পথে হাঁটতে চেয়েছেন তিনি ৷ লরেন যাঁর হাত ধরে আধ্যাত্মিকতার ব্রতী হয়েছেন, তিনি হলেন গুরু কৈলাসানন্দ গিরি ৷ এই মহাকুম্ভে যিনি বিদেশিনীকে নতুন নামও দিয়েছেন ৷ জানেন কি, লরেন জোবসের আধ্যাত্মিক গুরু কৈলাসানন্দ গিরি কে ?

লরেন পাওয়েল জোবসের আধ্যাত্মিক যোগ এই প্রথম নয় ৷ এর আগেও তিনি ভারতে এসেছেন এবং আধ্যাত্মিকতার পথে হেঁটেছেন ৷ মহাকুম্ভে যোগ দিতে এবার নতুন নাম পেলেন স্টিভ জোবস পত্নী ৷ তাঁর নতুন নামকরণ 'কমলা' ৷ এমনটাই জানান কৈলাসানন্দ গিরি ৷ গুরু জানিয়েছেন, কমলাকে তিনি তাঁর গোত্রও দেবেন। কৈলাসানন্দ মহারাজের কথায়, "এটি লরেন পাওয়েলের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ তিনি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছেন ৷ তার এই ব্রতী হওয়া বিশ্বব্যাপী সনাতন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতির গুরুত্বকে পুনরায় তুলে ধরবে।"

কৈলাসানন্দ মহারাজ আরও বলেন, "এই আধ্যাত্মিক মেলা সন্ত এবং মহাপুরুষদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার এবং জীবনের সমস্যার সমাধান খোঁজার জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

স্বামী কৈলাসানন্দ গিরির আধ্যাত্মিক ব্যক্তিত্ব

স্বামী কৈলাসানন্দ গিরি হিন্দু আধ্যাত্মিক ঐতিহ্যের 13টি প্রধান আখাড়ার মধ্যে দেরাদুনের নিরঞ্জনী আখাড়ার আচার্য মহামণ্ডলেশ্বর এবং নিরঞ্জন পীঠধীশ্বরের পদে রয়েছেন। তিনি আখাড়ার আধ্যাত্মিক কার্যক্রমের তত্ত্বাবধান করেন ৷ অগণিত ভক্তকে পথ দেখান ৷ কৈলাসানন্দ গিরি 2021 সালে নিরঞ্জনী আখাড়ার আচার্য মহামণ্ডলেশ্বর পদ লাভ করেন ৷

কৈলাসানন্দের ভক্তিমূলক যাত্রা

বিহারের জামুইতে 1 জানুয়ারি, 1976 সালে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন কৈলাসানন্দ গিরি ৷ তিনি অল্প বয়সেই বাড়ি ছেড়েছিলেন ৷ ভক্তি ও আধ্যাত্মিক অনুশীলনে জীবন উৎসর্গ করেন তিনি। কৈলাসানন্দ গিরি জীবনে তপস্যাকেই আলিঙ্গন করেন ৷ পারিবারিক সম্পর্ক ছিন্ন করে, সংসার ত্যাগ করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করেন ৷ আচার্য মহামণ্ডলেশ্বর উপাধি অর্জনের জন্য কঠোর সাধনা করেন ৷ আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে বেদ, পুরাণ-সহ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলি সম্পর্ক অবগত হন কৈলাসানন্দ গিরি ৷

কৈলাসানন্দের তপস্যা এবং উৎসর্গ

আধ্যাত্মিক অভ্যাসের জন্য স্বামী কৈলাসানন্দ গিরির সুপরিচিত। হরিদ্বারের চণ্ডীঘাটে কালী মন্দিরের প্রধান হিসাবে তিনি কঠোর তপস্যা করেন ৷ নবরাত্রিতে 22 থেকে 24 ঘণ্টা তিনি গভীর ধ্যানে মগ্ন থাকেন ৷ তখন তাঁকে দেখতে দূর-দূরান্তের ভক্তরা উপস্থিত হন ঈশ্বর ও তাঁর শক্তিশালী সংযোগের সাক্ষী হতে ৷ তাঁর জনপ্রিয়তা হরিদ্বারের বাইরেও বিস্তৃত ৷ আধ্যাত্মিক বিষয়ে তাঁর জ্ঞান লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে সম্মানও অর্জন করেছে।

ABOUT THE AUTHOR

...view details