পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘এক দেশ, এক নির্বাচন’ ! আম্বেদকর বিতর্কের আবহে যৌথ কমিটিতে বিল পাঠাল লোকসভা - ONE NATION ONE ELECTION

এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে বিল পাঠাল লোকসভা ৷ বিজেপি সাংসদ ভর্তৃহরি মাহতাবকে সংসদের যৌথ কমিটির প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে ৷

One Nation One Election
আম্বেদকর বিতর্কে মাঝেই যৌথ কমিটিতে বিল পাঠাল লোকসভা (ইটিভি ভারত)

By PTI

Published : Dec 20, 2024, 9:32 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: সংসদ চত্বরে শাসক ও বিরোধী শিবিরের সাংসদদের ধাক্কাধাক্কির ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি ৷ রাহুল গান্ধির ‘ধাক্কা’য় রক্ত ঝরেছে বিজেপি সাংসদ প্রতাপ সারাঙ্গির ৷ পালটা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি সাংসদদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ তুলেছেন ৷ বিজেপি সাংসদ এস ফাঙ্গননের অভিযোগ, তাঁর গা ঘেষে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধি ৷ তখনই এই সংঘর্ষের ঘটনা। তার মধ্যেই এবার ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত দু’টি বিল সংসদের একটি যৌথ কমিটিতে পাঠাল লোকসভা ৷

প্রশ্নোত্তর পর্ব নেওয়ার পরিবর্তে, স্পিকার ওম বিড়লা শুক্রবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে সংবিধান (129তম সংশোধন) বিল, 2024 এবং কেন্দ্রশাসিত আইন (সংশোধন) বিল, 2024-এর সমন্বয়ে গঠিত প্রস্তাবটি সংসদের যৌথ কমিটির কাছে পাঠাতে করতে বলেন । ওই যৌথ কমিটিতে লোকসভা থেকে 27 জন এবং রাজ্যসভা থেকে 12 জন সদস্য রয়েছেন।

25 নভেম্বর শুরু হওয়া শীতকালীন অধিবেশনের সমাপ্তি ঘটিয়ে লোকসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে । লোকসভায় সরকার জানায়, ‘এক দেশ, এক নির্বাচন’ বিলের দুটি সংশোধনীর প্রয়োজন রয়েছে ৷ দেশজুড়ে একযোগে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া নির্ধারণ করা জরুরি ৷

সংসদ সূত্রে খবর, বিজেপি সাংসদ ভর্তৃহরি মাহতাবকে সংসদের যৌথ কমিটির প্রধান হিসাবে বিবেচনা করা হচ্ছে ৷ ওই কমিটি নির্বাচনের প্রস্তাবকারী দু’টি বিল যাচাই করবে ৷ প্যানেলে ইতিমধ্যেই বিজেপির পিপি চৌধুরী এবং অনুরাগ ঠাকুরও অন্তর্ভুক্ত হয়েছেন ৷ কমিটিতে রয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধিও ৷

বিরোধী দলগুলি এই ব্যবস্থাকে গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ হিসেবেই দেখছে ৷ সংসদ চত্বরে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি কেন্দ্রীয় সরকারের আনা এই সংক্রান্ত দুটি বিলকে ‘সংবিধান বিরোধী’ বলে নিশানা করেছেন। তিনি আরও বলেন, "এটি আমাদের দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি ৷"

অন্যদিকে, বিজেপি এবং তার জোট শরিক (টিডিপি, জেডিইউ এবং শিবসেনা)-রা দৃঢ়ভাবে বিলগুলির ইতিবাচক দিক তুলে ধরার কাজ করেছে ৷ তাদের দাবি, ঘন ঘন নির্বাচন হলে উন্নয়নের কাজ থমকে যায় ৷ তাছাড়া একযোগে নির্বাচনের ফলে নির্বাচনী খরচও কম হবে ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details