নয়াদিল্লি, 5 মে: 2014 সালের জুন মাস থেকে 2024 লোকসভা নির্বাচন ৷ এই 10 বছরের শাসনকালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রাপ্তি হল দেশের 140 কোটি মানুষের আস্থা অর্জন ৷ তবে, প্রথম পাঁচবছর সময় তাঁর নষ্ট হয়েছিল ৷ কারণ, কংগ্রেস সরকারের খনন করা গর্তগুলি, এই পাঁচবছরে তিনি বুজিয়েছেন ৷ এতদিন ভারত ও তার নাগরিকদের সময় নষ্ট হয়েছিল ৷ তাই বিশ্বকে শাসন করার সুযোগ এলে, তা হাতছাড়া করার পক্ষপাতি নন মোদি ৷ এর রাজনৈতিক ব্যাখ্যা খুঁজতে গেলে, পুরোটাই কংগ্রেসের দিকে নিশানা ছিল তাঁর ৷
মোদির মতে, "দেশের সেবা করার সুযোগ... আমি বলব, এটা আমার কাছে ভগবানের আর্শিবাদ ৷ আমাকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে, দেশের 140 কোটি মানুষের আশাপ্রত্যাশা পূরণ করতে ৷ মাঝে মধ্যে আমার মনে হয়, কোনও ঐশ্বরিক শক্তি আমাকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে, ভারতকে তার লক্ষ্যে পৌঁছে দিতে ৷ আর এই চিন্তাই আমাকে এখন আরও অনুপ্রেরণা জোগায় ৷"
মোদির কথায়, "সরকারের গৃহীত পদক্ষেপের কারণে 25 কোটি মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে ৷ যেখানে সরাসরি নগদ ট্রানসফার করার সুবিধা দেওয়া হয়েছে ৷ আমরা বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধাভোগীদের 3.5 লক্ষ কোটি টাকা প্রদান করেছি সরাসরি ৷ যার ফলে দুর্নীতি দূর করতে সক্ষম হয়েছি ৷ একটা সময় আমরা ডিজিটাল পেমেন্টের কথা বললে, লোকে হাসতো ৷ আর 2014 সালে দাঁড়িয়ে ভারত এখন এই ডিজিটাল কারেন্সির দুনিয়ায় রাজত্ব করছে ৷"
2019 সাল ও তার পরে বিভিন্ন সময়ে মোদি সরকার একাধিক দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করেছে ৷ যা নিয়ে মোদি বলেন, "370 অনুচ্ছেদ বাতিলের থেকে শুরু করে, আমরা মহিলা সংরক্ষণ বিলের অনুমোদন করিয়েছি ৷ আমরা এদেশের আইনের মাধ্যমে শ্রী রামচন্দ্র প্রভুর বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি ৷ স্বাধীনতার শতবর্ষ উদযাপনের সময় ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি ৷ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার প্রথম 100 দিনের মধ্যে আমরা এ নিয়ে কাজ শুরু করব ৷ আমি খুব কম সংখ্যক প্রধানমন্ত্রীদের একজন, যার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ৷ আর সেই কারণে, আমি রাজ্যগুলির উদ্বেগ বুঝতে সক্ষম হয়েছি ৷"
প্রশ্ন- আপনাকে সুস্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার প্রতীক বলে মনে করা হচ্ছে ৷ আপনার স্বাস্থ্যের রহস্য কী ? আপনি দিনে কত ঘণ্টা কাজ করেন ? আর লাগাতার কাজ করে যাওয়ার এই অনুপ্রেরণা কোথা থেকে পান ?
মোদি- আমি তেমন মানুষ নই যে দিনে কতঘণ্টা কাজ করছি, তার হিসেব রাখব ৷ কিছু অভ্যেস আমি ছোটবেলায় রপ্ত করেছি, যা এখনও পালন করে চলেছি ৷ হিমালয়ে থাকার সময় আমি ব্রহ্ম মুহূর্তে জেগে যেতাম এবং স্নান সেরে ফেলতাম ৷ তখন থেকে আমি সেই অভ্যেস বজায় রেখেছি ৷ আর নিয়মিত যোগ ব্যায়াম ও ধ্যান করি ৷ আমি ঘণ্টার পর ঘণ্টা ঘুমোতে পারি না ৷ আমার জীবনে কাজ ও বিশ্রামের কোনও ফারাক নেই ৷ আমি কাজের মধ্যেই বিশ্রামের অবকাশ খুঁজি ৷
প্রশ্ন- এই নির্বাচনকে কি আপনার সরকারের পারফরম্যান্সের গণভোট হিসেবে দেখছেন ?
মোদি- আমরা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসবের আয়োজন করছি ৷ দেশের মানুষ আমাদের সরকারের কঠোর পরিশ্রম ও ট্র্যাক রেকর্ড দেখেছে ৷ এক দশকে কীভাবে দেশ বদলে গেল তা লক্ষ্য করেছে ৷ তাই জনগণ চায় এই সরকার আবার ক্ষমতায় আসুক ৷ তারা বিশ্বাস করে যে আমরা 2047 সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্য অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাব ৷ সর্বত্র আমি ইতিবাচকতা দেখতে পাই, যা সরকারের উপর মানুষের মধ্যে খুব কমই দেখা যায় ৷ আমি যেখানেই যাই মা-বোনেরা আমাকে দু’হাত তুলে আশির্বাদ করেন ৷ দেশের ভবিষ্যৎ নিয়ে যুবসমাজ ইতিবাচক ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলেন ৷
এ কারণেই যারা প্রথমবার ভোটাধিকার পেয়েছেন, তাঁরা বিপুল সংখ্যায় ভোট দিতে আসছেন ৷ মানুষ এই নির্বাচনে এমনভাবে অংশগ্রহণ করছে, যেন তারা নিজেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ মানুষ জানে যে আমাদের দেওয়া প্রতিটি ভোট একটি উন্নত ভারতের জন্য ৷ একদিকে যেখানে আমরা করেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে মানুষের কাছে ভোট চাইছি ৷ অন্যদিকে, বিরোধীরা মোদির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে ৷ কোন কাজ করার নেই ৷ ভবিষ্যৎ সম্পর্কে কোন চিন্তা নেই ৷ তারা আমাকে অপমান ও নিশানা করার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রেখেছে ৷
প্রশ্ন- আগামী 5 বছরের জন্য আপনার শীর্ষ অগ্রাধিকার কী ?