পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোজপুরী সুপারস্টার পবন সিংয়ের জন্য আসন ছাড়লেন মা প্রতিমা দেবী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আসানসোল থেকে বিজেপির প্রার্থী পদে নাম প্রত্যাহার করে নেওয়া পবন সিং কারাকাটে নির্দল হিসেবে লড়ছেন ৷ পবন সিংয়ের মনোনয়ন গৃহীত হতেই, তাঁর মা প্রতিমা দেবী তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করলেন ওই আসন থেকে ৷

Pawan Singh
ভোজপুরী অভিনেতা পবন সিং ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 6:43 PM IST

রোহতাস, 17 মে: ভোজপুরী তারকা পবন সিংকে কারাকাট লোকসভা আসন ছেড়ে দিলেন তাঁর মা প্রতিমা দেবী ৷ মা এবং ছেলে দু’জনেই ওই আসনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দেন ৷ পবন সিংয়ের মনোনয়ন গ্রহণ হওয়ার পর, আজ তাঁর মা প্রতিমা দেবী নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ৷

উল্লেখ্য, পবন সিংকে বিজেপি প্রথমে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিল ৷ কিন্তু, রাজ্যের শাসকদল পবন সিংয়ের ভোজপুরী সিনেমা এবং তার গানে মহিলাদের অসম্মানের অভিযোগ তোলে ৷ আর তার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম প্রার্থী পদ থেকে তুলে নেন ৷ এবার সেই পবন সিং বিহারের কারাকাট লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ জানা গিয়েছে, পবন সিং এবং তাঁর মা প্রতিমা দেবী দু’জনেই নির্দল হিসেবে ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু, ছেলের নাম গ্রহণ হওয়ার পর, আজ প্রতিমা দেবী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন ৷ যদিও, পবন সিংকে এনিয়ে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ তবে, প্রতিমা দেবী যে নাম প্রত্যাহার করতে পারেন, তার ইঙ্গিত পবন সিংয়ের ঘনিষ্ঠমহল থেকেই দিয়েছিল ৷

গত 14 মে সাসারামে জেলাশাসকের দফতরে তিনি মনোনয়ন পেশ করেছিলেন পবন সিং ৷ পাশাপাশি, তাঁর মা-ও মনোনয়ন জমা দেন ৷ প্রথমে বলা হচ্ছিল, পবন সিং মনোনয়ন প্রত্যাহার করবেন ৷ কিন্তু, তিনি সংবাদ মাধ্যমকে জানান, কখনওই মনোনয়ন প্রত্যাহার করবেন না ৷ সেখান থেকেই জল্পনা চলছিল, তাহলে কি প্রতিমা দেবী পিছিয়ে আসবেন ?

আজ তাঁর মনোনয়ন প্রত্যাহারের সঙ্গে, সেই সম্ভাবনাই সত্যি হল ৷ উল্লেখ্য, কারাকাট লোকসভা পবন সিংয়ের প্রচারে সমর্থন ব্যাপক হারে দেখা যাচ্ছে ৷ ফলে, কারাকাট লোকসভায় এনডিএ প্রার্থী উপেন্দ্র কুশওয়াহ এবং 'ইন্ডিয়া' জোটের রাজারাম কুশওয়ার সঙ্গে ত্রিমুখী লড়াইয়ে নামছেন ভোজপুরী সুপারস্টার পবন সিং ৷

আরও পড়ুন:

  1. 'আসানসোলে প্রার্থী হওয়া নিয়ে কোনও আপত্তি নেই', জেপি নাড্ডার সঙ্গেও কথা পবন সিংয়ের
  2. গত লোকসভার প্রচারে বাবুল-পবন কোলাকুলি! 'আজ এমন কী হল', প্রশ্ন ভোজপুরী গায়কের
  3. ‘ভোটে লড়ব’, আসানসোলে না-দাঁড়াতে চাওয়া পবনের ঘোষণায় নয়া জল্পনা

ABOUT THE AUTHOR

...view details