ভুবনেশ্বর, 19 অক্টোবর: ওড়িয়া অভিনেতাকে গ্রেফতারের দাবি জানাল রাজ্যের ছাত্র কংগ্রেস ৷ গত 12 অক্টোবর বাবা সিদ্দিকীর মৃত্যুতে লরেন্স বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে ৷ এই আবহে ওড়িয়া অভিনেতা বুধাদিত্য মোহান্তি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী নিশানা হওয়া উচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং এআইএমইআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ স্বভাবত এমন পোস্টের পর তুমুল বিতর্ক তৈরি হয় ৷
এরপর শুক্রবার ওড়িশা ছাত্র কংগ্রেস ক্যাপিটাল থানায় গিয়ে বুধাদিত্য মোহান্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ৷ অভিনেতাকে গ্রেফতারির দাবি জানানো হয় ৷ পরে অবশ্য বুধাদিত্য মোহান্তি তাঁর ওই পোস্টটি মুছে দেন ৷ আরেকটি পোস্টে বুধাদিত্য লেখেন, "রাহুল গান্ধিকে নিয়ে আমার শেষ পোস্টটিতে আমি কাউকে নিশানা করতে চাইনি ৷ আমি তাঁর বিরুদ্ধে কিছু লিখিনি ৷ আমি যদি অনিচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিয়ে থাকি, তার জন্য ক্ষমা চাইছি ৷ কাউকে আঘাত করার কোনও ইচ্ছে ছিল না ৷"