লেহ, 9 ফেব্রুয়ারি: ডোরজে আংচুক, পেশায় অ্যাসট্রোফটোগ্রাফার ৷ লাদাখের হ্যানলেতে অবস্থিত ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির ইঞ্জিনিয়ার ইন-চার্জ ৷ দুরন্ত টাইম ল্যাপস ভিডিয়ো তৈরি করে আহ্নিক গতির ‘অ আ ক খ’ বোঝালেন তিনি ৷ 24 ঘণ্টার টাইম-ল্যাপস ভিডিয়ো করলেন অ্যাসট্রোফটোগ্রাফার এবং ইঞ্জিনিয়ার ডোরজে আংচুক ৷ নক্ষত্রগুলি স্থির থাকার সময় অক্ষের চারপাশে পৃথিবীর ঘূর্ণনকে তুলে ধরে ।
হ্যানলের ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আসলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের ফিল্ড স্টেশন ৷ তিনি জানিয়েছে, এই টাইম ল্যাপস ভিডিয়োটির ভাবনা বহুদিন ধরেই তাঁর মাথায় ছিল ৷ শিক্ষার্থীদের এই ভিডিয়োর মাধ্যমে পৃথিবীর ঘূর্ণন এবং ঘূর্ণন সংক্রান্ত ধারণা বোঝানোই ছিল তাঁর লক্ষ্য ।
ডোরজে আংচুক বলেন, ‘‘তারা স্থির থাকে, কিন্তু পৃথিবী কখনও ঘূর্ণন থামায় না ৷’’ তিনি এই টাইম-ল্যাপস ভিডিয়োটি করার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ আংচুক জানিয়েছেন, এটি যন্ত্রের পাশাপাশি তাঁরও ধৈর্যের পরীক্ষা ছিল। তিনি বলেন, ‘‘প্রথম রাতে আমি ওরিয়ন নক্ষত্রপুঞ্জের ফ্রেম তৈরি করেছিলাম। কিন্তু এটি আমার অক্ষাংশের তুলনায় আকাশে অনেক উঁচুতে ছিল । প্রচণ্ড ঠান্ডা, পরিস্থিতি আরও কঠিন করে তুলেছিল। ব্যাটারি দ্রুত শেষ হচ্ছিল । ফলে ভিডিয়োটি নিখুঁতভাবে ফ্রেম করার জন্য 3-4 রাতের মধ্যে আমি একাধিক সমস্যার সম্মুখীন হয়েছি ৷ ক্যামেরা স্টোরেজ সমস্যা, ব্যাটারি শেষ হয়ে যাওয়া, টাইমারে গলদ এবং আকৃতি ও অনুপাতের অমিল- এমন নানা কিছু সইতে হয়েছে ।’’