পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সরস্বতী পুজোর দিন কী করণীয় কী নয়, পড়ুন বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ - বসন্ত পঞ্চমী

Saraswati Puja 2024: সামনেই বসন্ত পঞ্চমী ৷ ঘরে ঘরে পালিত হবে সরস্বতী পুজো ৷ যা হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্য বহন করে ৷ বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে এই দিনে কী করা উচিত ও উচিত নয় জেনে নিন ৷

ETV Bharat
সরস্বতী পুজোর দিন কী করবেন আর কী করবেন না

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 9:46 PM IST

হায়দরাবাদ : বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর সঙ্গে অনেক ঐতিহ্য জড়িয়ে রয়েছে ৷ তবে, আপনাকে অবশ্যই এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে হবে । জানুন কোন নিয়ম মানবেন ?

বসন্ত পঞ্চমীতে যা করবেন :

  • পড়াশোনায় সাফল্য পেতে এই দিনে আপনাকে অবশ্যই জ্ঞানের দেবী সরস্বতীর পুজো করুন ৷ বিশেষ করে যদি একজন পড়ুয়া হন তবে তো কথায় নেই ৷
  • এই দিনে জাফরান পুডিং তৈরি করে তা দেবী সরস্বতীকে নিবেদন করা উচিত ৷ পরে তা সবার মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে দিন ।
  • নিজের বইগুলি পরিষ্কার করে সেগুলি আজকের দিনে পুজো করান ৷ মা সরস্বতীর ভজন গাইতে পারেন ৷
  • বাচ্চাদের এই দিনে সকাল সকাল ঘুম থেকে তুলে দেবী সরস্বতীর পুজোয় অংশ নিতে বলুন ৷ দেবীর চরণে অঞ্জলি দিয়ে প্রসাদ গ্রহণ করতে বলুন ৷
  • পড়াশোনা শুরু করার জন্য এর চেয়ে শুভ দিন আর অন্য কিছু হতে পারে না ৷ বাচ্চাদের হাতে খড়ি দেওয়ার থাকলে তা আজই করিয়ে নিন ৷
  • দেবী সরস্বতীর পুজো করার সময়, হলুদ বস্ত্র পরুন ৷ মা সরস্বতীকেও শুধুমাত্র হলুদ বস্ত্র অর্পণ করুন ।

বসন্ত পঞ্চমীতে যা করবেন না :

  • আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে এই দিনে এমন কিছু করবেন না যা আপনাকে বিরক্ত করতে বা রাগাতে পারে ৷ কারণ মা সরস্বতীর আরাধনার পুণ্য ফল লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে রাগ ।
  • এছাড়াও, বসন্ত পঞ্চমীর দিনে মাংস এবং অ্যালকোহল ছেড়ে সাত্ত্বিক ডায়েট করা উচিত ৷
  • বিশেষজ্ঞের কথায়, এই দিনে মিথ্যা বলা একটি মহাপাপ বলে বিশ্বাস করা হয় ।

আরও পড়ুন :

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. কুমোরটুলিতে চাহিদা বাড়ছে বিদ্যাদেবীর, প্রায় 50টি প্রতিমা পাড়ি দিচ্ছে বিদেশে
  3. এই গ্রামে কোজাগরী পূর্ণিমায় একসঙ্গে পূজিত হন লক্ষ্মী-সরস্বতী

ABOUT THE AUTHOR

...view details