পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে আদালতে পেশ

Excise Policy Case: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় শনিবার আদালতে পেশ কেসিআর কন্যা কবিতা রাওকে ৷ তিনি নিজেরি গ্রেফতারিকে অবৈধ বলেছেন ৷ শুক্রবার তল্লাশির পর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

K Kavitha
K Kavitha

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 1:45 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ: বেআইনিভাবে আমায় গ্রেফতার করা হয়েছে ৷ আদালতে পেশের আগে শনিবার এমনটাই বললেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা বিআরএস নেত্রী কবিতা রাও ৷ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার ইডির হাতে গ্রেফতার হন তিনি ৷ এরপর এ দিন তাঁকে স্পেশাল পিএমএলএ কোর্টে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

শুক্রবার সকাল থেকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) প্রধান এবং প্রাক্তন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের কন্যা কবিতার হায়দরাবাদের বানজারা হিলসের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ এরপর বিকেলে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ৷ গভীর রাতে হায়দরাবাদ থেকে দিল্লিতে আনা হয় বিআরএস নেত্রীকে । চিকিৎসকদের একটি দলকে শনিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিল্লির অফিসে প্রবেশ করতে দেখা গিয়েছিল ৷ সেখানেই কবিতাকে গ্রেফতার পর রাখা হয় । পরে রাউজ অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক এম কে নাগপালের এজলাসে হাজির করা হয় তাঁকে ।

কবিতাকে আদালতে পেশকে ঘিরে এপিজে আব্দুল কালাম রোডে ইডি অফিসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে দিল্লি পুলিশের কর্মীরা ৷ অতিরিক্ত ব্যারিকেডেও দেখা গিয়েছে ৷

ইডি আর্থিক তছরুপের মামলায় গত বছর কবিতাকে তিনবার জিজ্ঞাসাবাদ করেছিল এবং এই বছর তাঁকে ফের তলব করা হয়েছিল ৷ তবে চলতি বছরের 28 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট 13 মার্চ পর্যন্ত কেসিআর কন্যাকে রক্ষাকবচ দিয়েছিল ৷ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারির বিষয়ে ইডি আর্থিক তছরুপ মামলায় কবিতার বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ সেই সুরক্ষার দিন পেরোয় বুধবার ৷ এরপরেই শুক্রবার কবিতার বাড়িতে হানা দেয় ইডি এবং তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন:

  1. দিল্লির আবগারি কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার কেসিআর কন্যা
  2. ইডির সমনের বিরুদ্ধে দায়ের হওয়া অন্য মামলাগুলির সঙ্গে কবিতার মামলাকেও জুড়ে দিল সুপ্রিম কোর্ট
  3. ফের ইডি দফতরে কবিতা, চলছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

ABOUT THE AUTHOR

...view details