কাসগঞ্জ, 10 জানুয়ারি: দাউদাউ করে জ্বলছে কুড়ে ঘর ৷ ঘরের ভিতর থেকে আর্তনাদ দুই শিশুর ৷ প্রতিবেশীরা এসে পৌঁছনোর আগেই সব শেষ ৷ আগুনের লেলিহান শিখায় দগ্ধ দুই শিশু ৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জের সোরন কোতওয়ালি এলাকায় ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, সোরন কোতওয়ালি এলাকার নাগারিয়া গ্রামে কুড়েঘরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন মোহর সিং ৷ চাষবাস করে জীবন চলে তাঁদের ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চাষের কাজে মাঠে ছিলেন তিনি ৷ বাড়ির বাইরে ছিলেন তাঁর স্ত্রীও ৷ ঘরে ছিল দম্পতির 5 বছরের মেয়ে নন্দিনী ও 2 বছরের মেয়ে রাধিকা ৷ সেই সময়, আচমকাই কুড়েঘরে আগুন লেগে যায় ৷ ভয়ে চিৎকার করতে শুরু করে দুই বোন ৷