পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'বিচারপতিরা সপ্তাহভর কাজ করেন', ছুটি নিয়ে সমালোচনার জবাব দিলেন বিচারপতিরা - SC on Court Vacations - SC ON COURT VACATIONS

Supreme Court on Long Vacation: বছরের বিভিন্ন সময়ে বিচারপতিদের দীর্ঘ সময়ের ছুটি নিয়ে নানারকম কথা শোনা যায় ৷ এ নিয়ে জবাব দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 11:00 AM IST

নয়াদিল্লি, 2 মে:বিচারপতিদের দীর্ঘ ছুটি নিয়ে প্রায়শ সমালোচনার মুখে পড়তে হয় ৷ এর পালটা জবাব দিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৷ বুধবার বিচারপতিরা জানালেন, যাঁরা শীর্ষ আদালতের বিচারপতিদের ছুটি নিয়ে কথা বলেন, তাঁরা আসলে জানেনই না যে বিচারপতিরা সপ্তাহভর কাজ করেন ৷

এদিন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের একটি মামলার শুনানি শুনছিল ৷ তাতে রাজ্য সরকার দাবি করেছে, সিবিআই সরকারের অনুমতি ছাড়া তদন্ত চালিয়ে যাচ্ছে ৷ একের পর এক এফআইআর দায়ের করছে ৷ সরকার সিবিআই তদন্তের অনুমোদন প্রত্যাহার দেয়নি ৷

দুপুরের পর মামলাটি মুলতুবি হয়ে যায় ৷ কারণ, কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে, তাঁকে একটি সাংবিধানিক বেঞ্চের মামলার শুনানিতে যেতে হবে ৷ ফলে দুই বিচারপতি বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য করেন ৷

মামলা মুলতুবির পর বেঞ্চ এবং আইনজীবীরা আদালতের গ্রীষ্মকালীন ছুটি নিয়ে কথাবার্তা বলতে থাকে ৷ এমন সময় তুষার মেহতা মন্তব্য করেন, যাঁরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের দীর্ঘ ছুটি নিয়ে সমালোচনা করেন, তাঁরা বিচারপতিদের কাজকর্ম সম্বন্ধে অবগত নন ৷ তাঁর এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল ৷ তিনি খানিক মশকরার সুরেই বলেন, "বিচারপর্ব যেন ছুটিতে না চলে যায় ৷"

এরপর বিচারপতি বি আর গাভাই বলেন, "যাঁরা বিচারপতিদের সমালোচনা করেন, তাঁরা জানেন না বিচারপতিদের কোনও ছুটি নেই, না তো শনি আর না তো রবি ৷ আদালতের ব্যাপারস্যাপার সামলে তারপর বিচারপতিদের অন্য অনেক কাজ থাকে ৷ কনফারেন্সে যেতে হয় ৷" তখন প্রবীণ আইনজীবী সিবাল বলেন, "দেশের মধ্যে এটা সবচেয়ে কঠিন কাজ ৷" এই সময় তুষার মেহতা জানান, আদালতের ছুটির প্রয়োজন ৷

তখন পালটা সিবাল বলেন, "আইনজীবীদের জন্য বিষয়টা খুব কঠিন হয়ে যায় ৷ কারণ কোন মামলা কবে উঠে আসবে, আমরা তা জানতে পারি না ৷" বিচারপতি বি আর গাভাই হালকা মেজাজেই বলেন, "আইনজীবীরা সবসময় শুক্রবার সন্ধ্যা কখন হবে, তার দিকে তাকিয়ে থাকেন ৷"

আরও পড়ুন:

  1. অনলাইন গেমিংয়ে 28% জিএসটি, 9 হাইকোর্টের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট
  2. 100 শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ABOUT THE AUTHOR

...view details