কোটা, 2 ফেব্রুয়ারি: জানুয়ারিতে দেশের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা জেইই-মেইন (JEE MAIN ) শেষ হওয়ার পরে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এই পরীক্ষা সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, 13 লাখ 78 হাজার পরীক্ষার্থী পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, যার মধ্যে 13 লাখ পরীক্ষার্থী জেইই-মেইন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
প্রকাশিত হল JEE MAIN প্রথম সেশনের পরিসংখ্যান, জানুন পরীক্ষার ফল ঘোষণার তারিখ - JEE MAIN EXAM 2025
ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, JEE MAIN-এর জানুয়ারি সেশনে 13 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
Published : Feb 2, 2025, 2:08 PM IST
একটি বেসরকারী কোচিং ইনস্টিটিউটের ক্যারিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ অমিত আহুজা জানান, জেইই-মেইন পরীক্ষা 22 থেকে 30 জানুয়ারির মধ্যে দেশের 284টি শহরের 598টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের পাশাপাশি 15টি দেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় উপস্থিতি ছিল 94.5 শতাংশ। একাধিক শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় প্রায় 1 লাখ 30 হাজার পরীক্ষার্থী অংশ নেন। ন্যাশনাল টেস্ট এজেন্সি জানিয়েছে, জানুয়ারির পরীক্ষার ফল ঘোষণা করা হবে 12 ফেব্রুয়ারি। এর আগে 2 থেকে 4 ফেব্রুয়ারির মধ্যে প্রশ্নপত্র ও নথিভুক্ত উত্তর প্রকাশ করা হবে। এরপর এসব বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত চাইবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
আজ থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল: এপ্রিলের জন্য জেইই মেইনের দ্বিতীয় সেশনের আবেদন শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও শুরু হয়নি। আগের বছরগুলির হিসাব অনুযায়ী এপ্রিলের পরীক্ষায় দুই লাখের বেশি নতুন পরীক্ষার্থী আবেদন করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) প্রকাশিত তথ্য অনুসারে, 13.78 লক্ষ প্রার্থী প্রথম সেশনের জন্য আবেদন করেছেন। এমন পরিস্থিতিতে অনন্য প্রার্থীর সংখ্যা 15 লাখের বেশি বলে ধারণা করা হচ্ছে। JEE MAIN পরীক্ষার ইতিহাসে পরীক্ষার্থীর সংখ্যা নতুন রেকর্ড তৈরি করতে পারে। এপ্রিলের পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ 24 ফেব্রুয়ারি।