পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাকিস্তানি 'ওয়ান্টেড' জঙ্গির খোঁজ দিলে 3 লক্ষ টাকা পুরস্কার ! ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের - Jammu Kashmir Police - JAMMU KASHMIR POLICE

JK Police Announce Cash Reward: লস্কর-ই-তোইবার ওয়ান্টেড জঙ্গির খোঁজে 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের ৷ অভিযুক্ত ব্যক্তি উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ সেইসঙ্গে উপত্য়কার নিরীহ যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷

JK Police Announce Cash Reward
জম্মু ও কাশ্মীর পুলিশের ঘোষণা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 1:08 PM IST

শ্রীনগর, 25 অগস্ট: উপত্যকায় জঙ্গি কার্যকলাপ গোড়া থেকে উপড়ে ফেলতে বদ্ধ পরিকর জম্মু-কাশ্মীর পুলিশ ৷ এবার লস্কর-ই-তোইবার এক কমান্ডার এবং হ্যান্ডলারের বিষয়ে তথ্য দেওয়ার জন্য 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করল জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখা ৷ উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে ৷ এছাড়াও উপত্যকার যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ করানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷

জম্মু-কাশ্মীরের পেশ করা বিবৃতি অনুযায়ী, সুমামা ওরফে ইলিয়াস ওরফে বাবর নামে ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে ৷ এই ব্যক্তি পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সদস্য ৷ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 13, 38, 39, 40 এবং 120-বি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ সেই ব্যক্তির খোঁজ করা হচ্ছে ৷

লস্কর-ই-তোইবার ওয়ান্টেড জঙ্গির খোঁজ দিতে পারলে পুরস্কার (নিজস্ব চিত্র)

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সোশাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে এবং একাধিক সাংকেতিক মেসেজিং অ্যাপের সাহায্যে উপত্যকার দুর্বল যুবকদের জঙ্গি কার্যকলাপে অনুপ্রাণিত করছে সে ৷ এমনকি, তাদের মনে মৌলবাদী বিজ বুনে একাধিক নিরীহ যুবককে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনে নিয়োগও করেছে সে ৷ এখানেই শেষ নয় ৷ উপত্যকার বিভিন্ন এলাকায় জঙ্গি কার্যকলাপ চালাতে সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের জন্য কাশ্মীরের বাসিন্দাদের কুরিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ৷ তাই তার খোজঁ দেওয়ার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ ৷ বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীকে অর্থ পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details