শ্রীনগর, 25 অগস্ট: উপত্যকায় জঙ্গি কার্যকলাপ গোড়া থেকে উপড়ে ফেলতে বদ্ধ পরিকর জম্মু-কাশ্মীর পুলিশ ৷ এবার লস্কর-ই-তোইবার এক কমান্ডার এবং হ্যান্ডলারের বিষয়ে তথ্য দেওয়ার জন্য 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করল জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখা ৷ উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সে ৷ এছাড়াও উপত্যকার যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগ করানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷
পাকিস্তানি 'ওয়ান্টেড' জঙ্গির খোঁজ দিলে 3 লক্ষ টাকা পুরস্কার ! ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের - Jammu Kashmir Police - JAMMU KASHMIR POLICE
JK Police Announce Cash Reward: লস্কর-ই-তোইবার ওয়ান্টেড জঙ্গির খোঁজে 3 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা জম্মু-কাশ্মীর পুলিশের ৷ অভিযুক্ত ব্যক্তি উপত্যকায় একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ৷ সেইসঙ্গে উপত্য়কার নিরীহ যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ৷
Published : Aug 25, 2024, 1:08 PM IST
জম্মু-কাশ্মীরের পেশ করা বিবৃতি অনুযায়ী, সুমামা ওরফে ইলিয়াস ওরফে বাবর নামে ওই ব্যক্তিকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে ৷ এই ব্যক্তি পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সদস্য ৷ জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 13, 38, 39, 40 এবং 120-বি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ সেই ব্যক্তির খোঁজ করা হচ্ছে ৷
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক সোশাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে এবং একাধিক সাংকেতিক মেসেজিং অ্যাপের সাহায্যে উপত্যকার দুর্বল যুবকদের জঙ্গি কার্যকলাপে অনুপ্রাণিত করছে সে ৷ এমনকি, তাদের মনে মৌলবাদী বিজ বুনে একাধিক নিরীহ যুবককে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনে নিয়োগও করেছে সে ৷ এখানেই শেষ নয় ৷ উপত্যকার বিভিন্ন এলাকায় জঙ্গি কার্যকলাপ চালাতে সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের জন্য কাশ্মীরের বাসিন্দাদের কুরিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ৷ তাই তার খোজঁ দেওয়ার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ ৷ বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীকে অর্থ পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ ৷