নয়াদিল্লি, 4 অক্টোবর:কাশ্মীর ইস্যু এবং সন্ত্রাসবাদ নিয়ে তরজার আবহেই পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ দিল্লির তরফে শুক্রবার এই ঘোষণা করা হয়েছে। বিদেশমন্ত্রী অক্টোবরের মাঝামাঝি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সামিটে যোগ দিতে পাকিস্তানে যাবেন বলে জানা গিয়েছে। কাশ্মীর ইস্যু এবং পাকিস্তান থেকে উদ্ভূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। প্রায় 9 বছরের মধ্যে এই প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন।
পাকিস্তান 15 এবং 16 অক্টোবর SCO কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট (CHG) বৈঠকের আয়োজন করছে। পাকিস্তান সফরে যাওয়া শেষ ভারতীয় বিদেশমন্ত্রী ছিলেন প্রয়াত সুষমা স্বরাজ। তিনি 2015 সালের ডিসেম্বরে ইসলামাবাদে গিয়েছিলেন। জয়শঙ্করের সফরের ঘোষণাটি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল করেছেন।
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এদিন তিনি বলেন, "বিদেশমন্ত্রী আমাদের প্রতিনিধি দলের নেতৃত্বে পাকিস্তানে যাবেন এসসিও শীর্ষ সম্মেলনে। ইসলামাবাদে 15 ও 16 অক্টোবর অনুষ্ঠিত হবে এই সম্মেলন।" বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট করেছেন, মন্ত্রী শুধুমাত্র এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন। অগস্টে, পাকিস্তানের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এসসিও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। জয়শঙ্করের পাকিস্তান সফর যে তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহ নেই। এটিকে নয়াদিল্লির পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
বিদেশমন্ত্রীকে এসসিও-তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ৷ 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক করে জইশ-ই-মহম্মদ সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে হামলা চালায় ৷ পরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে গুরুতর প্রভাব পড়ে।
2019 সালের 5 অগস্ট ভারত জম্মু ও কাশ্মীরে থাকা সংবিধানের 370 ধারা বিলোপ করে । পাশাপাশি রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে । এই ঘোষণার পর সম্পর্ক আরও খারাপ হয়েছিল। কেন্দ্র ধারা 370 বাতিল করার পর পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে শৈত্য এসেছে ৷ যদিও ভারত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক চাইছে বলে বারবার বলা হচ্ছে ৷ একই সঙ্গে, সন্ত্রাস এবং সেই পরিবেশ তৈরি করার দায় ইসলামাবাদের উপরই বর্তায় বলে জানিয়েছে ভারত ৷ পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি 2023 সালের মে মাসে গোয়ায় এসসিও দেশগুলির বিদেশমন্ত্রীদের ব্যক্তিগত বৈঠকে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন। প্রায় 12 বছরের মধ্যে এটি ছিল পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রীর প্রথম ভারত সফর।
ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান নিয়ে গঠিত এসসিও হল একটি প্রভাবশালী অর্থনৈতিক ও নিরাপত্তা ব্লক যা বৃহত্তম আন্তঃদেশীয় আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে একটি হিসাবে আবির্ভূত হয়েছে। ভারত গত বছর এসসিওর সভাপতি ছিল। 2001 সালে রাশিয়া, চিন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রপতিদের দ্বারা সাংহাইতে একটি শীর্ষ সম্মেলনে SCO প্রতিষ্ঠিত হয়েছিল। 2017 সালে ভারতের সাথে পাকিস্তান এর স্থায়ী সদস্য হয়। (পিটিআই)