পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কানপুরের তামাক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে আয়কর হানা, উদ্ধার আড়াই কোটি টাকার গয়না

IT Raid on Tobacco Businessman House: তৃতীয় দিনে কানপুরের তামাক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে আইটি অভিযান অব্যাহত । উদ্ধার আড়াই কোটি নগদ টাকার গয়না ও দামী ঘড়ি ৷ তবে ব্যবসায়ী মুন্না মিশ্র আয়কর হানা নিয়ে মুখ খোলেলনি ৷

IT Raid on Tobacco Businessman House
আয়কর হানা

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:39 PM IST

কানপুর, 2 মার্চ:আজ তৃতীয় দিনেও কানপুরের তামাক ব্যবসায়ীর দিল্লির বাড়িতে আয়কর অভিযান চলছে ৷ শনিবার তল্লাশির সময় তামাক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় আড়াই কোটি টাকার গয়না এবং দামী ঘড়ি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর । উত্তরপ্রদেশের কানপুর শহরের নয়াগঞ্জে অবস্থিত বংশীধর টোব্যাকো কোম্পানির মালিক মুন্না মিশ্র ৷

দু'দিন আগে দিল্লিতে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা ৷ তারপর থেকে লাগাতর অভিযান চলছে ৷ দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার 60 কোটি টাকার গাড়ির খোঁজ পেয়েছেন আয়কর আধিকারিকরা । একই সঙ্গে কয়েক কোটি টাকার কর ফাঁকির তথ্য উঠে আসে তাঁদের হাতে বলে দাবি । আয়কর আধিকারিকরা জানান, কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে, যার তদন্ত চলছে ।

বংশীধর টোব্যাকো কোম্পানির মালিক মুন্না মিশ্রের বিদেশ যোগও সামনে এসেছে । ব্যবসায়ীর কাছে কোটি কোটি টাকার নগদ পাওয়া গিয়েছে । কয়েক কোটি টাকার গাড়ি ও দামি গয়নাও মিলেছে । এমন কিছু নথিও পাওয়া গিয়েছে যা থেকে জানা যাচ্ছে এই ব্যবসায়ীর বিদেশেও যোগাযোগ রয়েছে । এখন আয়কর আধিকারিকরা খতিয়ে দেখছেন ব্যবসায়ী মুন্না মিশ্রের তামাক ব্যবসা বিদেশেও ছড়িয়ে রয়েছে কি না ৷

কয়েক বছর আগে কানপুরে সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে ডিজিজিআই অভিযান চলে ৷ সেই ঘটনায় কোটি কোটি টাকার নগদ পাওয়া গিয়েছিল ৷ এখন একইভাবে মুন্না মিশ্রের দিল্লির বাড়ি থেকেও কোটি কোটি টাকার দামি গয়না ও নগদ টাকা পাওয়া যাচ্ছে । এমতাবস্থায় উত্তরপ্রদেশের বড় ব্যবসায়ীদের মধ্যে পীযূষ জৈনের পর সবচেয়ে বেশি আলোচিত হচ্ছেন মুন্না মিশ্র । সবাই জানতে চায় মুন্না মিশ্রের ব্যবসা কীভাবে দেশের পাশাপাশি বিদেশে ছড়াল ।

আয়কর আধিকারি বলছেন, "এ বিষয়ে এখন পর্যন্ত মুন্না মিশ্র মুখ খুলতে নারাজ ।" সংবাদমাধ্যমের সামনেও এ নিয়ে তাঁর সঙ্গে কোনও কথা বলেলনি তিনি । মুন্না মিশ্রের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তাঁর শারীরিক অবস্থা ভালো না এবং এই মুহূর্তে তিনি কোনও কথা বলতে চান না ।

আরও পড়ুন:

  1. একাধিক সুরা কোম্পানিতে আয়কর হানা, বাজেয়াপ্ত 300 কোটি টাকা!
  2. পোলবায় মদের কারখানায় আয়কর হানা, ভোররাত থেকে চলছে জোর তল্লাশি
  3. 24 ঘণ্টা পার ! পতাকা বিড়ির কারখানায় অব্যাহত আয়কর অভিযান

ABOUT THE AUTHOR

...view details