বেঙ্গালুরু, 23 জুন: কঠিন পরিস্থিতির মধ্যে সফলভাবে অবতরণ করল রিইউজেবল লঞ্চ ভেহিকেল এলইএক্স-03 ৷ এই নিয়ে টানা তৃতীয়বার লঞ্চ ভেহিকেলের ক্ষমতা প্রদর্শন করে সাফল্য অর্জন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ ইসরোর তরফে রবিবার জানানো হয়েছে, মহাকাশ থেকে ফিরে আসা একটি যানের অভিমুখ ও অবতরণের জায়গা এবং উচ্চ-গতিতে অবতরণের অবস্থার উপর ভিত্তি করে এই মিশনটি পরিচালিত করা হয়েছিল ৷ যেখানে একটি রিইউজেবল লঞ্চ ভেহিকেল (আরএলভি) এর বিকাশের জন্য প্রয়োজনীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি অর্জনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তার দক্ষতার পরিচয় দিয়েছে ।
জানা গিয়েছে, ল্যান্ডিং এক্সপেরিমেন্ট (এলইএক্স-03) সিরিজের তৃতীয় এবং শেষ পরীক্ষাটি কর্ণাটকের চিত্রদুর্গার অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (এটিআর) সকাল 7টা 10মিনিটে পরিচালিত হয়েছিল । ইসরো তার প্রেস রিলিজে বলেছে, আরএলভি এলইএক্স-01 এবং এলইএক্স-02 মিশনের সাফল্যের পরে আরএলভি এলইএক্স-03 আরও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সফলভাবে অবতরণ করেছে ৷
'পুষ্পক' নামের ডানাওয়ালা যানটিকে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে 4.5 কিমি উচ্চতায় রানওয়ে থেকে 4.5 কিমি দূরে একটি রিলিজ পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । পুষ্পক নিজে থেকে ক্রস-রেঞ্জ সংশোধন কৌশল চালিয়ে রানওয়ের কাছে পৌঁছয় এবং সফলভাবে রানওয়ে কেন্দ্ররেখায় অবতরণ করে ৷ এই ভেহিকেল কম লিফট-টু-ড্র্যাগ রেশিও অ্যারোডাইনামিক কনফিগারেশনের কারণে অবতরণের সময় গতিবেগ 320 কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়িয়ে গিয়েছে, যা একটি বাণিজ্যিক বিমানের ক্ষেত্রে 260 কিলোমিটার এবং একটি সাধারণ যুদ্ধ বিমানের ক্ষেত্রে 280 কিলোমিটার ঘণ্টায় থাকে ৷