হায়দরাবাদ, 29 জুন:অবসর সময় হোক কিংবা কাজের ফাঁকে টুক করে একটু রিল স্ক্রল করে নিতেই পছন্দ করেন ব্যবহারকারীরা। কিন্তু শনিবার ইনস্টাগ্রামে চলছে না রিলস ৷লক্ষ লক্ষ ইউজাররা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না ৷ এনিয়ে বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা ৷ কিছুতেই ফিডে কিছু দেখা যাচ্ছে না ৷ দুপুর 12টা 5 নাগাদ এই সমস্যা সৃষ্টি হয়েছে ৷ ডাউন ডিটেক্টরে ইতিমধ্যেই 6000 রিপোর্ট জমা পড়েছে।
ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে, কালো ব্যাকগ্রাউন্ডে, ''উই আর সরি, বাট সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন ৷" এই ইনস্টাগ্রাম বিভ্রাটের বিষয়ে মেটার তরফে এখনও কিছু জানানো হয়নি। ইনস্টা ইউজাররা রিলস ও ফিড দেখতে না-পারায় এক্সে ফিরে গিয়েছেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই মিম তৈরি হয়ে গিয়েছে ৷ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ইনস্টাগ্রাম বন্ধ তাই এক্সে ফিরেছেন ইউজাররা ৷ কোনও, কোনও অ্যাকাউন্ট থেকে নানা মেট্রো স্টেশনের ভিড়ের ছবি পোস্ট করা হয়েছে, আবার বলিউড অভিনেতা অজয় দেবগনের মুখের ছবি পোস্ট হয়েছে ৷