পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাজ করছে না ইনস্টাগ্রাম, রিলস বানাতে সমস্যায় ইউজাররা - Instagram Down in India

Instagram Down: আবারও ভোগান্তিতে নেটিজেনরা ৷ ইনস্টাগ্রামে চলছে না রিল। ভারতজুড়ে অচল হয়ে পড়েছে ইনস্টাগ্রাম ৷ উইকেন্ডের দিনে এ কী কাণ্ড! রিলস বানাতে গেলেই সমস্যায় পড়ছেন ইউজাররা ৷

Instagram Down
ইনস্টাগ্রাম (এএনআই)

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 1:33 PM IST

Updated : Jun 29, 2024, 2:07 PM IST

হায়দরাবাদ, 29 জুন:অবসর সময় হোক কিংবা কাজের ফাঁকে টুক করে একটু রিল স্ক্রল করে নিতেই পছন্দ করেন ব্যবহারকারীরা। কিন্তু শনিবার ইনস্টাগ্রামে চলছে না রিলস ৷লক্ষ লক্ষ ইউজাররা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না ৷ এনিয়ে বিরক্ত হয়ে পড়েছেন তাঁরা ৷ কিছুতেই ফিডে কিছু দেখা যাচ্ছে না ৷ দুপুর 12টা 5 নাগাদ এই সমস্যা সৃষ্টি হয়েছে ৷ ডাউন ডিটেক্টরে ইতিমধ্যেই 6000 রিপোর্ট জমা পড়েছে।

ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে, কালো ব্যাকগ্রাউন্ডে, ''উই আর সরি, বাট সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন ৷" এই ইনস্টাগ্রাম বিভ্রাটের বিষয়ে মেটার তরফে এখনও কিছু জানানো হয়নি। ইনস্টা ইউজাররা রিলস ও ফিড দেখতে না-পারায় এক্সে ফিরে গিয়েছেন ৷ যা নিয়ে ইতিমধ্যেই মিম তৈরি হয়ে গিয়েছে ৷ বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ইনস্টাগ্রাম বন্ধ তাই এক্সে ফিরেছেন ইউজাররা ৷ কোনও, কোনও অ্যাকাউন্ট থেকে নানা মেট্রো স্টেশনের ভিড়ের ছবি পোস্ট করা হয়েছে, আবার বলিউড অভিনেতা অজয় দেবগনের মুখের ছবি পোস্ট হয়েছে ৷

এর আগেও গত মার্চ মাসে ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গিয়েছিল ৷ সেদিন রাতের দিকে ফেসবুক এবং ইন্সটাগ্রাম কাজ করছিল না ৷ যদিও হোয়াটসঅ্যাপে কোনও সমস্যা যেমন সেদিন মুখোমুখি হননি ব্যাবহারকারীরা, আজও এমনটা হয়নি ৷ বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম। সেবার নিজে থেকে লগ আউট হয়ে যাচ্ছিল সকলের অ্যাকাউন্ট। পাসওয়ার্ড দিলেও তা ভুল দেখাচ্ছিল।

ডাউন ডিটেক্টরে ফেসবুক ডাউন হওয়ার রিপোর্টও হয় প্রচুর ৷ সেদিন বিশ্বজুড়ে ওই বিভ্রাটের জেরে ভারত বাংলাদেশ-সহ একাধিক দেশে বন্ধ হয়ে যায় ফেসবুক। কিছুতেই লগ ইন করতে পারছিলেন না ব্যবহারকারীরা। তবে ঘণ্টাখানেকের মধ্যে সেই সমস্যাও মিটে যায় ৷

Last Updated : Jun 29, 2024, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details