চেন্নাই, 1 ডিসেম্বর: যাত্রীদের নিয়ে অবতরণের চেষ্টা করছে একটি বিমান ৷ এদিকে ঘূর্ণিঝড় ফেঞ্জলের দাপটে তখনও ঝোড়ো হাওয়া বইছে চেন্নাইয়ের বিমানবন্দরে ৷ তার মধ্যে ইন্ডিগোর বিমানটির নামার বারংবারের চেষ্টা ব্যর্থ হচ্ছে ৷ তাই পাইলট বিমানটিকে নিয়ে উড়ে গেলেন ৷ এরকম একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এনিয়ে নেটিজেনরা নানারকম পরামর্শ দিয়েছে ৷
এর জবাবে ঘটনার ব্যাখ্যা দিয়েছে ইন্ডিগো এয়ারলায়েন্স ৷ ঘূর্ণিঝড় ফেঞ্জলের প্রভাবে শনিবার ভোর থেকেই চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছিল ৷ তাই চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ দুপুর 12.30 মিনিট থেকে রাত 1টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ৷
এর মধ্য়ে ইন্ডিগোর 6E 683 বিমানটি মুম্বই থেকে চেন্নাই পৌঁছয় ৷ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করলেও খারাপ আবহাওয়ার জন্য নামতে পারেনি ৷ সেই সময় বাতাসের গতিবেগের কারণে বিমানটি আনুভূমিকভাবে রানওয়েতে নামছিল ৷ অবতরণের সময় হঠাৎ বিমানটি বেসামাল হয়ে টলমল করতে থাকে ৷ ভিডিয়ো দেখে মনে হবে যেন বিমানটি খেলনা এবং বৃষ্টি ও বাতাস তাকে নিয়ে খেলা করছে ৷
ইন্ডিগো এয়ারলায়েন্স এর ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, "বৃষ্টি হচ্ছিল এবং ঝোড়ো বাতাস বইছিল ৷ এই প্রতিকূল আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ছিল ৷ 30 নভেম্বর তারিখে মুম্বই থেকে চেন্নাইগামী 6E 683 বিমানের পাইলট নিরাপত্তাজনিত কারণে বিমানটিকে ফিরিয়ে নিয়ে যায় ৷" বিমান সংস্থা আরও স্পষ্ট করে জানায়, প্রয়োজনে এই ধরনের পদক্ষেপ করা হয় ৷ বিমানচালকরা এই পরিস্থিতি সামলানোর প্রশিক্ষণ নিয়েছেন ৷ শনিবার রাত 8টা 20 মিনিট নাগাদ পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ৷ চেন্নাই থেকে ছাড়া এবং চেন্নাইগামী 200-র বেশি বিমানের ওঠানামা বন্ধ রাখে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷