নিউ ইয়র্ক ও নয়াদিল্লি, 30 মে: ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেনকে পুরস্কৃত করল রাষ্ট্রসংঘ ৷ ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে মেজর রাধিকা সেনের হাতে সম্মানীয় 'ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023' পুরস্কার তুলে দেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ৷ বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক ইউএন পিসকিপার্স দিবস ৷ এর আগে 2019 সালে এই একই পুরস্কার পেয়েছিলেন আরেক ভারতীয় মেজর সুমন গাওয়ানি।
লিঙ্গ বৈষম্য দূর করতে এবং শান্তি রক্ষার্থে মেজর রাধিকা সেনের অবদানের জন্যই তাঁকে পুরস্কৃত করেছে রাষ্ট্রসংঘ ৷ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাধিকা সেনকে একজন 'প্রকৃত নেতা এবং আদর্শ' বলে উল্লেখ করেন ৷ মেজর রাধিকা কঙ্গোয় রাষ্ট্রসংঘের 'ইউএন অর্গানাইজেশন স্টেবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো' বা এমওএনইউএসসিও-তে কাজ করেছেন ৷ নিজের কাজে উল্লেখজনক অবদানের জন্যই তাঁকে পুরস্কার দিল রাষ্ট্রসংঘ।