বেঙ্গালুরু, 26 ফেব্রুয়ারি: পোশাক বিতর্ক বেঙ্গালুরু মেট্রোতে ৷ এর জেরে বরখাস্ত করা হল ওই মেট্রোর নিরাপত্তা বিভাগের এক সুপারভাইজারকে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি এক কৃষককে মেট্রোয় উঠতে বাধা দিয়েছিলেন ৷ কারণ হিসেবে ওই কৃষকের ‘পোশাক ঠিক নয়’ বলে দেখিয়েছিলেন ৷
গত 18 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর রাজাজিনগর মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক যাত্রী ৷ পরে তিনি সোশাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "অবিশ্বাস্য...মেট্রো কি শুধুমাত্র ভিআইপিদের জন্য ? মেট্রো ব্যবহার করার জন্য একটি ড্রেস কোড আছে ? আমি কার্তিক সি আইরানির কর্মের প্রশংসা করি, যিনি রাজাজিনগর মেট্রো স্টেশনে একজন কৃষকের অধিকারের জন্য লড়াই করেছিলেন । আমাদের সর্বত্র এরকম আরও নায়কের প্রয়োজন ৷"
এর পরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ এই ভিডিয়োটি অনেকেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন ৷ বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (বিএমআরসিএল) সমালোচনায় সরব হন ৷ এই নিয়ে বিএমআরসিএল-এর বক্তব্য, "নাম্মা (বেঙ্গালুরু) মেট্রো একটি সকলের গণপরিবহণ । রাজাজিনগরের এই ঘটনাটি তদন্ত করা হয়েছে এবং নিরাপত্তা তত্ত্বাবধায়কের কাজ বন্ধ করা হয়েছে । যাত্রীদের অসুবিধার জন্য বিএমআরসিএল অনুতপ্ত ।"