পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘পোশাক ঠিক নয়’ বলে কৃষককে মেট্রোয় উঠতে বাধা, বেঙ্গালুরুতে বরখাস্ত নিরাপত্তা আধিকারিক - কৃষককে মেট্রোয় উঠতে বাধা

Bengaluru Metro Controversy: গত 18 ফেব্রুয়ারি এক কৃষককে বেঙ্গালুরু মেট্রোতে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ তাঁর ‘পোশাক ঠিক নয়’ বলে জানানো হয় ৷ এই ঘটনার ভিডিয়ো পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ তার পরই বিএমআরসিএল সংশ্লিষ্ট নিরাপত্তা আধিকারিককে বরখাস্ত করে ৷

Bengaluru Metro
Bengaluru Metro

By PTI

Published : Feb 26, 2024, 7:55 PM IST

Updated : Feb 26, 2024, 8:08 PM IST

বেঙ্গালুরু, 26 ফেব্রুয়ারি: পোশাক বিতর্ক বেঙ্গালুরু মেট্রোতে ৷ এর জেরে বরখাস্ত করা হল ওই মেট্রোর নিরাপত্তা বিভাগের এক সুপারভাইজারকে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি এক কৃষককে মেট্রোয় উঠতে বাধা দিয়েছিলেন ৷ কারণ হিসেবে ওই কৃষকের ‘পোশাক ঠিক নয়’ বলে দেখিয়েছিলেন ৷

গত 18 ফেব্রুয়ারি বেঙ্গালুরুর রাজাজিনগর মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক যাত্রী ৷ পরে তিনি সোশাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেন ৷ সেখানে তিনি লেখেন, "অবিশ্বাস্য...মেট্রো কি শুধুমাত্র ভিআইপিদের জন্য ? মেট্রো ব্যবহার করার জন্য একটি ড্রেস কোড আছে ? আমি কার্তিক সি আইরানির কর্মের প্রশংসা করি, যিনি রাজাজিনগর মেট্রো স্টেশনে একজন কৃষকের অধিকারের জন্য লড়াই করেছিলেন । আমাদের সর্বত্র এরকম আরও নায়কের প্রয়োজন ৷"

এর পরই বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় ৷ এই ভিডিয়োটি অনেকেই সোশাল মিডিয়ায় শেয়ার করেন ৷ বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (বিএমআরসিএল) সমালোচনায় সরব হন ৷ এই নিয়ে বিএমআরসিএল-এর বক্তব্য, "নাম্মা (বেঙ্গালুরু) মেট্রো একটি সকলের গণপরিবহণ । রাজাজিনগরের এই ঘটনাটি তদন্ত করা হয়েছে এবং নিরাপত্তা তত্ত্বাবধায়কের কাজ বন্ধ করা হয়েছে । যাত্রীদের অসুবিধার জন্য বিএমআরসিএল অনুতপ্ত ।"

এই নিয়ে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় গত 24 ফেব্রুয়ারি ৷ সেখানে দেখা যায় যে ওই কৃষকের ঠিক পিছনে যিনি দাঁড়িয়ে ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে নিরাপত্তা আধিকারিকের বিরুদ্ধে প্রতিবাদ করেন ৷ তিনি নিরাপত্তা আধিকারিক বলেন যে ওই কৃষকের বৈধ টিকিট নিয়ে মেট্রোতে যাওয়ার অধিকার আছে ৷ তাছাড়া তার কাছে এমন কোনও জিনিস নেই, যা নিয়ে মেট্রোতে ওঠা যাবে না ৷

ওই যাত্রী নিরাপত্তা আধিকারিকের কাছে দাবি করেন যে মেট্রোয় পোশাকবিধির নির্দেশিকা দেখানোর জন্য ৷ তিনি প্রশ্ন তোলেন, মেট্রো কি শুধুমাত্র ভিআইপি-দের জন্য ৷ তার পর ওই কৃষককে সঙ্গে নিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করেন ওই যাত্রী ৷

(সংবাদসংস্থা - পিটিআই)

আরও পড়ুন:

  1. মেট্রোর ট্র্যাকে হাঁটতে হাঁটতেই রেলিং ধরে ঝাঁপ দেওয়ার হুমকি! তরুণীর আত্মহত্যার চেষ্টা রুখল নিরাপত্তা কর্মীরা
  2. বিনা টিকিটে মেট্রো চড়ে বিপাকে বিদেশি ইউটিউবার, ক্ষোভ প্রকাশ কর্তৃপক্ষের
  3. বেঙ্গালুরুতে মেট্রোর পিলার ভেঙে মৃত্যুর ঘটনায় পুলিশে এফআইআর
Last Updated : Feb 26, 2024, 8:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details