পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বে প্রথম মানব-ভ্রূণের মস্তিষ্কের ডিজিটাল ছবি, সম্ভব করে দেখাল আইআইটি মাদ্রাজ - FETAL BRAIN 3D IMAGE

নিউরোসায়েন্সে এক দিগন্তের সূচনা করল আইআইটি মাদ্রাজ ৷ মানুষের ভ্রূণাবস্থায় মস্তিষ্কের গঠনের জটিল সূক্ষ্ম ছবি প্রকাশ করল এই বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ৷

IIT Madras releases most detailed 3D high-resolution images of fetal brain
মানুষের ভ্রূণাবস্থায় মস্তিষ্কের গঠনের জটিল সূক্ষ্ম ছবি সামনে আনল মাদ্রাজ আইআইটি (ছবি সৌজন্য: আইআইটি মাদ্রাজের ফেসবুক পেজ)

By PTI

Published : Dec 10, 2024, 10:56 PM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: গর্ভে মানব ভ্রূণের মস্তিষ্ক কেমন দেখতে হয় ? সেই ছবি প্রকাশ করল আইআইটি মাদ্রাজ ৷ ভ্রূণের মস্তিষ্কের গঠনের হাই রেজোলিউশন ত্রিমাত্রিক চিত্র (থ্রিডি) সামনে এনেছে তারা ৷ তাতে মস্তিষ্কের সূক্ষ্মাতিসূক্ষ্ম গঠনও ধরা পড়েছে ৷ বিশ্বে এমন ছবি এই প্রথম বলে জানিয়েছেন আইআইটি-র ডিরেক্টর ভি কামাকোটি ৷

ভ্রূণের মস্তিষ্কের এমন হাই-রেজোলিউশন ত্রিমাত্রিক ছবির সাহায্যে গর্ভাবস্থায় নানাবিধ রোগের চিকিৎসা করা সম্ভব হবে ৷ তাই সেদিক থেকে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন দিশা দেখাল মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ৷

মানুষের ভ্রূণাবস্থায় মস্তিষ্কের গঠনের জটিল সূক্ষ্ম ছবি সামনে আনল মাদ্রাজ আইআইটি (ছবি সৌজন্য: আইআইটি মাদ্রাজের ফেসবুক পেজ)

ডিরেক্টর ভি কামাকোটি জানিয়েছেন, ভ্রূণের মস্তিষ্কের এমন দুর্লভ ছবি নিয়ে গবেষণার নেপথ্যে রয়েছে মাদ্রাজ আইআইটি'র সুধা গোপালাকৃষ্ণান ব্রেন সেন্টার ৷ এর ফলে ব্রেন ম্যাপিং টেকনোলজির সীমা আরও প্রসারিত হল ৷ ব্রেন ম্যাপিং সায়েন্সের ক্ষেত্রে বিশ্বে ভারত একটি স্বতন্ত্র জায়গা করে নিয়েছে ৷ এর আগে পৃথিবীর কোথাও ভ্রূণের মস্তিষ্কের এমন বিস্তারিত ত্রিমাত্রিক ছবি প্রকাশিত হয়নি ৷ বৃহত্তর পরিসরে গবেষণার জন্য় 2022 সালে সুধা গোপালাকৃষ্ণান ব্রেন সেন্টার প্রতিষ্ঠিত হয় ৷

গবেষকদের মতে, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছতে মস্তিষ্কের কী কী পরিবর্তন হয়, তা বুঝতে সাহায্য করবে এই ছবি ৷ এটা যে কোনও দেশের জন্য গুরুত্বপূর্ণ ৷ এমনকী বয়ঃসন্ধি থেকে তরুণের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রেও এই ছবি কাজে লাগানো যাবে ৷ এছাড়া শিশু শৈশবে ঠিকমতো শিখতে না পারলে, অটিজমের মতো ক্ষেত্রেও এমন ছবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ৷

আইআইটি-র ডিরেক্টর ভি কামাকোটি বলেন, "বিশ্বে এই প্রথম, সুধা গোপালাকৃষ্ণান ব্রেন সেন্টারের অত্যাধুনিক ব্রেন ম্যাপিং টেকনোলজির সাহায্যে মস্তিষ্কের ডিজিটাল ছবি তোলা সম্ভব হয়েছে ৷ তাতে মস্তিষ্কের 5 হাজার 132টি সূক্ষ্মাতিসূক্ষ্ম অংশের ছবি ধরা পড়েছে ৷ এর ফলে নিউরোসায়েন্স আরও এগিয়ে যাবে ৷ মস্তিষ্কজনিত কোনও অসুস্থতার চিকিৎসায় দিশা দেখাবে ৷"

তিনি আরও বলেন, "ভারতে এই প্রথম এত উন্নতমানের নিউরোসায়েন্সের ডেটার কাজ হল ৷ পশ্চিমি দুনিয়ায় এই ধরনের কাজ করতে যে অর্থ প্রয়োজন, তার দশভাগের এক ভাগ অর্থের সাহায্যে এখানে এই প্রজেক্টটি সম্পূর্ণ হয়েছে ৷ এই কাজটি হয়েছে মাদ্রাজ আইআইটিতে ৷ ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, রোমানিয়া এবং দক্ষিণ আফ্রিকার গবেষকরা এই গবেষণায় অংশ নিয়েছেন ৷ চেন্নাইয়ের মেডিস্ক্যান সিস্টেমস এবং সবিতা মেডিক্যাল কলেজ হাসপাতাল সহযোগিতা করেছে ৷"

এই গবেষণাটি 'জার্নাল অফ কমপ্যারেটিভ নিউরোলজি' নামের শতবর্ষ পুরনো একটি নিউরোসায়েন্স পত্রিকায় প্রকাশিত হবে ৷ এর ডেটা সেট 'ধরণী' (DHARANI) বিশ্বের সব গবেষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে ৷ এই জার্নালের প্রধান সম্পাদক সুজানা হারকিউলানো হাউজেল বলেন, "মানব ভ্রূণের মস্তিষ্কের ডিজিটাল ডেটাসেট 'ধরণী' এখন জনসাধারণও পেতে পারেন । এটাই সবচেয়ে বৃহৎ ডিজিটাল ডেটাসেট যা আমজনতাও দেখতে পাবেন ৷"

ABOUT THE AUTHOR

...view details