নয়াদিল্লি, 7 এপ্রিল: আরও ভালোভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরল ভারতীয় মৌসম বিভাগ ৷ ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস দিতে এআইয়ের ব্যবহার শুরু করেছেন বিজ্ঞানীরা ৷ সঙ্গে মেশিন লার্নিংয়েরও শক্তিকে কাজে লাগাচ্ছে আইএমডি ৷ এমনটাই মৌসম বিভাগের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন । কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন,"আমরা সীমিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছি ৷ কিন্তু আগামী পাঁচ বছরের মধ্যে এআই আমাদের মডেল এবং কৌশলগুলিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে ৷"
তাঁর কথায়, "আইএমডি 1901 সাল থেকে দেশের আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটাইজ করেছে ৷ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রচুর তথ্যের মাধ্যমে আবহাওয়ার ধরণ ও তার বদল সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা যেতে পারে । কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলি হল ডেটা সায়েন্স মডেল ৷ শুধু পদার্থবিদ্যায় মনোনিবেশ করে না তবে জ্ঞান বাড়াতে অতীতের তথ্য ব্যবহার করে, যা আরও ভালো আবহাওয়ার পূর্বাভাস দিতে ব্যবহার করা যেতে পারে ৷"
তিনি বলেন, "কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর জন্য আর্থ সায়েন্সেস মন্ত্রক এবং আইএমডিতে বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে । কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সংখ্যাসূচক ভবিষ্যদ্বাণী মডেল উভয়ই পূর্বাভাসের নির্ভুলতা উন্নত করতে একে অপরের পরিপূরক হবে । উভয়ই হাতে হাত মিলিয়ে কাজ করবে এবং কেউ অন্যের বদলি হিসাবে কাজ করবে না ৷"