নয়াদিল্লি, 17 ডিসেম্বর: মিগ-21, মিগ-23 এবং মিগ-27-এর মতো যুদ্ধবিমান পর্যায়ক্রমে বাতিল করেছে ভারতীয় বায়ুসেনা। সেই কারণে গত কয়েক বছরে আইএএফ ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা কমেছে ৷ একটি সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী, যুদ্ধবিমানের সংখ্যা কমার প্রভাব যাতে না পড়ে তা নিশ্চিত করতে বহুমুখী পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার সংসদে পেশ করা রিপোর্টে, প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটি এ কথাই জানিয়েছে।
কমিটি আরও জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বায়ুসেনায় ঘটে চলা গুপ্তচরবৃত্তির ঘটনা এবং তা রুখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ও সংসদীয় কমিটিকে বিস্তারিতভাবে অবহিত করেছে। সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, "গত পাঁচ বছরে চারটি মামলা সামনে এসেছে। সমস্ত জড়িত কর্মীদের আইএএফ থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে, একটি মামলা সিভিল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷ দেওয়ানি আদালতে তার বিচার ওচলছে ৷"