রাঁচি, 7 ফেব্রুয়ারি: "হেমন্তজির মতোই আমি খারাপ সময়েও মুখের হাসি ধরে রাখব"। বিবাহ বার্ষিকীতে এমনই আবেগী পোস্ট করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরোনের স্ত্রী কল্পনা সোরেন ৷ আজ থেকে 18 বছর আগে এই দিনেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্পনার বিয়ে হয় ৷ এদিকে আজ তাঁর পাশে নেই স্বামী হেমন্ত ৷ জমি দুর্নীতিতে 1 ফেব্রুয়ারি হেমন্ত সোরেনকে তাঁর রাঁচির বাসভবন থেকেই গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ পাশাপাশি ওই দিনই পদ ছেড়ে দেন শিবু-তনয়। পরবর্তী মুখ্যমন্ত্রী হন চম্পাই সোরেন। হেমন্ত এখন জেলে ৷
এই অবস্থায় স্বামীকে একজন যোদ্ধার সঙ্গে তুলনা করলেন স্ত্রী কল্পনা ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "আমি একজন যোদ্ধার জীবনসঙ্গী ৷ সবসময় শক্তি হিসেবে তাঁর পাশেই থাকব ৷" এমন দিনে তিনি আবেগে ভেসে যাবেন না বলেও জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী ৷ তিনি আরও লেখেন, "ঝাড়খণ্ডের অস্বিত্ব আর পরিচিতিকে রক্ষা করতে গিয়ে হেমন্তজি কখনও মাথা নত করতে চাননি ৷ তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করার কথা ভেবেছিলেন ৷ সেই ষড়যন্ত্রকে পরাজিত করতেই নিজের জীবন উৎসর্গ করেছেন ৷ আজ আমাদের 18তম বিবাহ বার্ষিকী ৷ কিন্তু হেমন্তজি এখন পরিবারের সঙ্গে নেই ৷ সন্তানদের সঙ্গে নেই ৷"