পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের জ্বলছে মণিপুর, আতঙ্কে পালিয়ে অসমের কাছাড়ে আশ্রয় কয়েকশো বাসিন্দার - Fresh violence in Manipur - FRESH VIOLENCE IN MANIPUR

Fresh violence in Manipur: ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে ৷ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে অসমের কাছাড়ে গিয়ে উঠেছেন কয়েকশো বাসিন্দা ৷ পরিস্থিতি দেখে সতর্ক রয়েছে কাছাড় জেলার পুলিশ ৷

ETV BHARAT
আতঙ্কে পালিয়ে অসমের কাছাড়ে কয়েকশো মণিপুরী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 6:02 PM IST

শিলচর, 10 জুন: কেন্দ্রে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আবারও বিক্ষোভের আগুনে জ্বলছে মণিপুর ৷ পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে, উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যের অনেক বাসিন্দাই তাঁদের বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী অসমের সীমান্তবর্তী কাছাড় জেলায় পালিয়ে গিয়েছেন । অসম-মণিপুর সীমান্তের কাছাড়ের জিরিঘাট দিয়ে সেখানে ঢুকেছেন কয়েকশো মণিপুরী।

ফের হিংসার গ্রাসে মণিপুর: আবারও নতুন করে জাতিগত গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তপ্ত মণিপুর । জিরিবাম জেলায় মেইতি এবং কুকি গোষ্ঠীর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে । অসমের সীমান্তবর্তী মণিপুরের জিরিবামে গত তিন দিন ধরে উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলায় 144 ধারা জারি করা হয়েছে । তবে তারই মধ্যে জিরিবামে গুলি, বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের মতো ঘটনা অব্যাহত । পরিস্থিতি বেগতিক দেখে সেনা মোতায়েন করা হলেও তাতে উত্তেজনা কমেনি ৷

অসমে পালিয়েছেন কয়েকশো মণিপুরী:মণিপুরের জিরিবাম জেলার অস্থিরতার কারণে কয়েকশো মণিপুরী বাসিন্দা এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন অসমে ৷ তাঁরা অসমের কাছাড় জেলায় ঢুকে পড়েছেন ৷ মণিপুরের আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ জায়গার সন্ধানে তাঁদের পরিবার নিয়ে সীমান্ত পেরিয়ে কাছাড়ে গিয়ে উঠেছেন ৷ কাছাড় জেলা প্রশাসনের মতে, মণিপুরের 500 জনেরও বেশি বাসিন্দা এখনও পর্যন্ত কাছাড়ে এসে আশ্রয় নিয়েছেন । যদিও তাঁদের জন্য সরকারিভাবে এখনও কোনও আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়নি ৷ তবে মণিপুরের অনেক মানুষ কাছাড়ের লখিপুর মারকুলিনে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন । আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন কাছাড়ের আত্মীয়-স্বজনের বাড়িতে ।

জনসমাগমে সতর্ক কাছাড় পুলিশ: মণিপুরের সংঘর্ষের রেশ যাতে কোনওভাবে অসমে গিয়ে না-পড়ে, সে জন্য সতর্ক রয়েছে কাছাড় পুলিশ ৷ সীমান্তে মণিপুরের জিরিবাম জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ যাতে কাছাড়ে প্রভাব না ফেলে তা নিশ্চিত করতে কোনও কসুর বাকি রাখছেন না পুলিশ সুপার নুমাল মাহাত্তা । কাছাড়ের পুলিশ সুপার তাঁর নিজস্ব দল নিয়ে প্রতিদিন সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন । সীমান্তবর্তী কাছাড়ের লক্ষ্মীপুরে কয়েক হাজার মেইতি ও কুকিগোষ্ঠীর মানুষ রয়েছেন । সে জন্য তৎপর রয়েছেন কাছাড় জেলার পুলিশ ও প্রশাসন ৷ এসপি নুমাল মাহাত্তা কাছাড়ের জনগণকে গুজবে কান না-দেওয়ার জন্য আবেদন করেছেন ।

উল্লেখ্য, শনিবার সন্দেহভাজন জঙ্গিরা জিরিবামে দুটি পুলিশ ফাঁড়ি, একটি ফরেস্ট বিট অফিস এবং অন্তত 70টি বাড়ি পুড়িয়ে দিয়েছে । এ দিকে, সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কনভয়ে হামলা চালাল সন্দেহভাজন জঙ্গিরা ৷ এই ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ তবে মণিপুরের মুখ্যমন্ত্রী নিরাপদেই রয়েছেন বলে খবর মিলেছে ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এন বীরেন সিং ৷

গতবছর 3 মে থেকে মেইতি এবং কুকি গোষ্ঠীর সংঘর্ষে আগুন জ্বলেছে মণিপুরে ৷ হিংসার বলি হতে হয়েছে 220 জনেরও বেশি মানুষকে ৷ জখম হয়েছেন কয়েক হাজার ৷

ABOUT THE AUTHOR

...view details