হায়দরাবাদ: প্রতিদিন রান্নার সময় প্রায়ই তেল ছিটকে দেওয়াল নোংরা হয়ে যায় ৷ যা রান্নাঘরের পছন্দের টাইলস বা পছন্দের রঙের দেওয়াল নষ্ট করে দেয় ৷ তাছাড়া এরজন্য রান্নাঘরে আরশোলা ও পোকামাকড়ের উৎপাতও হয় ৷ প্রতিদিন একবার করে মুছে নিলে দাগ উঠে যায় ৷ কিন্তু অনেকেরই প্রতিদিন সময় হয়ে ওঠে না ৷ আর বেশ কিছুদিন হয়ে গেলে চিটে ধরে দেওয়ালের তেল কালো হয়ে যায় ৷ তখন খুব খারাপ দেখতে লাগে ৷ এই জেদি দাগ তোলার জন্য কিছু উপায় অবলম্বন করতে পারেন ৷
বেকিং সোডা : পরিষ্কারের বৈশিষ্ট্যের জন্য বেকিং সোডা খুব পরিচিত একটা জিনিস । এর হালকা মোটা টেক্সচার আপনাকে আপনার বাড়ির প্রায় যে কোনও দাগ দূর করতে সাহায্য করতে পারে । তবে তেলের দাগের জন্য আপনাকে ভিন্নভাবে বেকিং সোডা ব্যবহার করতে হবে । কিছুটা বেকিং সোডা তেলচিটে ধরা দেওয়ালে লাগিয়ে দিন ৷ কারণ এটি তেল শোষণ করে ৷ এরপর কিছুক্ষণ রেখে তা কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ৷ তবে বেকিং সোডার পরিবর্তে কর্নস্টার্চও ব্য়বহার করতে পারেন ৷
ভিনিগার : বেকিং সোডার মাধ্যমে তেলের দাগ শোষণ করার পদক্ষেপটি সম্পন্ন করার পরে পরবর্তী পদক্ষেপ নিন ভিনিগারের সঙ্গে ৷ ভিনিগারও একটি দুর্দান্ত ক্লিনিং হ্যাক ৷ এতেও জেদি দাগ পরিষ্কার করার ক্ষমতা রয়েছে ৷ আপনাকে যা করতে হবে তা হল, কিছুটা ভিনিগার এবং জল নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন । এবার এটি একটি স্প্রে বোতলে ঢেলে তেলচিটের স্থানে হালকাভাবে স্ক্রাব করুন বা ঘষুন ৷